ব্রুককে আইপিএলে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে মঈন-রশিদের সমর্থন
১৭ মার্চ ২০২৫

শেষ মুহূর্তে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় হ্যারি ব্রুককে দুই বছরের জন্য টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে ২০২৮ সালের আগ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে অংশ নিতে পারবেন না ইংল্যান্ডের এই ব্যাটার। আর বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়েছেন তার দুই সতীর্থ মঈন আলী ও আদিল রশিদ।
গত নভেম্বরে মেগা নিলাম থেকে ব্রুককে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে গত সপ্তাহে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে নিজেকে সরিয়ে নেন ব্রুক। এর আগে ২০২৪ আসরের আগে পারিবারিক কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, মৌসুম শুরুর আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে সংশ্লিষ্ট খেলোয়াড় পরবর্তী দুই বছরের জন্য আইপিএল ও নিলামে অংশ নিতে পারবেন না। এক পডকাস্টে বিসিসিআইয়ের এই নিয়মের প্রতি নিজের সমর্থন জানান মঈন।
“এটি কঠোর কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে আমি কিছুটা একমত, কারণ অনেকেই এমনটা করছেন।”
“কোনো দল যদি হ্যারি ব্রুকের মতো একজন খেলোয়াড়কে হারায়, তাহলে তাদের পুরো পরিকল্পনা বদলে ফেলতে হয়। এই নিয়ম তো আগেই বলা ছিল – আপনি যদি নাম প্রত্যাহার করেন, তাহলে নিষেধাজ্ঞার মুখে পড়বেন, যদি না এটি কোনো পারিবারিক কারণ বা চোটের কারণে হয়। তাই আমি দলগুলোর সঙ্গে কিছুটা একমত কারণ আপনি অনেক কিছুই নষ্ট করে দেন।”
মঈনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে পডকাস্টে থাকা রশিদ বলেন, “এই নিয়ম আগেই নির্ধারিত ছিল।… ফলে যখন আপনি নাম দেন, তখনই জানা থাকে যে নাম প্রত্যাহার করলে কী হতে পারে। তাই আমি এটিকে কঠোর সিদ্ধান্ত মনে করি না।”
“শুধু ব্রুকই না, তবে এই ধরনের ঘটনা অনেকদিন ধরেই ঘটছে।… গত পাঁচ-দশ বছরে আমরা দেখেছি, অনেক খেলোয়াড় নিলামে দল পেয়েও শেষ মুহূর্তে সরে দাঁড়ান। তাই তারা (বিসিসিআই) এ ধরনের পরিস্থিতি রোধ করতেই এই ব্যবস্থা নিয়েছে।”
মন্তব্য করুন: