রান দেওয়ার বিব্রতকর রেকর্ড তাসকিনের

১৮ মার্চ ২০২৫

রান দেওয়ার বিব্রতকর রেকর্ড তাসকিনের

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ ২০২৪-২৫ বিপিএলে ৭ উইকেট শিকার করে গড়েছিলেন সেরা বোলিংয়ের রেকর্ড। এবার দেশের লিস্ট ‘এ ক্রিকেট ইতিহাসে বল হাতে সবচেয়ে বেশি রান দেওয়ার বিব্রতকর রেকর্ড গড়েছেন ডানহাতি এই পেসার।

মঙ্গলবার সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ৩ উইকেট শিকার করতে ১০৭ রান দেন মোহামেডানের হয়ে খেলা তাসকিন। নিজের শেষ ওভারে তিনি হজম করেন ২০ রান।

এর আগে ডিপিএলসহ দেশের লিস্ট ‘এ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটি ছিল ১০৪ রানের। গত বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে এই রান দিয়েছিলেন গাজী টায়ার্স একাডেমির পেসার ইকবাল হোসেন ইমন। তারও আগে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ দলের বিপক্ষে ১০ ওভার ১০৪ রান দিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন।

সব মিলিয়ে লিস্ট ‘এ ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি নেদারল্যান্ডসের বাস ডে লেডের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ২ উইকেট নিতে ১১৫ রান খরচ করেন এই পেসার।

তাসকিনের রান বিলানোর দিনে ব্যাট হাতে লিস্ট ‘এ ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি পূর্ণ করেন এনামুল হক বিজয়। গাজী গ্রুপের অধিনায়ক ১৪৩ বলে ১২ ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ১৪৯ রানে। তার সেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটে ৩৩৬ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ।

জবাবে ২৭১ রানে অলআউট হয়ে ৬৫ রানে ম্যাচে হারে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন রনি তালুকদার। অধিনায়ক তামিম ইকবাল ফেরেন ৩৪ বলে ৪৮ রান করে। মুশফিকুর রহিম করেন ৪৯ রান।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add