৪০৪ রান করা মুস্তাকিমকে গ্লাভস উপহার দেবেন লিটন

১৯ মার্চ ২০২৫

৪০৪ রান করা মুস্তাকিমকে গ্লাভস উপহার দেবেন লিটন

জাতীয় স্কুল ক্রিকেটে ব্যাট হাতে একাই চারশ ছোঁয়া ইনিংস খেলে আলোড়ন ফেলেছেন মুস্তাকিম হাওলাদার। তার সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ে আড়াইশ ছোঁয়া ইনিংস খেলে দেশের স্বীকৃত ক্রিকেটে ইতিহাস গড়তে সহায়তা করেছেন সোয়াদ পারভেজ। আর এই দুই ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাদেরকে গ্লাভস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের উইকেট-কিপার ব্যাটার লিটন দাস।

মঙ্গলবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় পর্যায়ের খেলায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মুস্তাকিম অপরাজিত ছিলেন ৪০৪ রানে। দেশের স্বীকৃত ক্রিকেটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ১৭০ বলের ইনিংসে ৫০টি চারের সঙ্গে তিনি হাঁকিয়েছেন ২২টি ছক্কা।

অপর প্রান্তে তার সঙ্গী ক্যামব্রিয়ানের অধিনায়ক ১২৪ বলে ৪২ চার ১৩ ছক্কায় অপরাজিত ছিলেন ২৫৬ রানে। তৃতীয় উইকেটে মুস্তাকিমের সঙ্গে গড়েন ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

এই দুই ব্যাটারের তাণ্ডবে সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে উইকেটে ৭৭০ রানের সংগ্রহ পায় ক্যামব্রিয়ান। জবাবে মাত্র ১১ ওভার বলে ৩২ রানে গুটিয়ে যায় সেন্ট গ্রেগরির ইনিংস। ক্যামব্রিয়ান জয় পায় ৭৩৮ রানের। বল হাতে উইকেটে নেন সোয়াদ।

মুস্তাকিম-সোয়াদের ব্যাটিংয়ের প্রশংসা করে রাতেই নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে পোস্ট দিয়ে লিটন লেখেন, “স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের উন্নতি দেখতে পারাটা দারুণ! মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান এবং সাদ (সোয়াদ) পারভেজের ২৫৬ রান + উইকেটসত্যিই অসাধারণ!”

সাদ আমার ব্যাটিংয়ের পছন্দ করে জেনে আমি কৃতজ্ঞ। ভালোবাসার নিদর্শন হিসেবে, আমি তাকে মুস্তাকিমকে আমার দুই জোড়া গ্লাভস দেব। আশা করি, এটি তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন: