ডিপিএলে ১০০ চার ও ৫০ ছক্কা হাঁকানোর লক্ষ্য নাঈমের
১৯ মার্চ ২০২৫

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন নাঈম শেখ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা বাঁহাতি এই ওপেনার এখন পর্যন্ত রান-সংগ্রাহকের তালিকায় আছেন সবার ওপরে। চলতি আসরে টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও তার। এবার চলতি মৌসুমে টুর্নামেন্টে ১০০টি চার ও ৫০টি ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
এখন পর্যন্ত চলতি মৌসুমে ৬ ইনিংসে ৫৯ দশমিক ১৭ গড়ে ৩৫৫ রান করেছেন নাঈম, স্ট্রাইক-রেট ১১২ দশমিক ৩৪। সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়েছেন একটি করে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলেন সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটি। ১২৫ বলের সেই ইনিংসে ১৮টি চার ও ৮টি ছক্কা মেরেছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তার এই ইনিংসের ওপর ভর করে সেদিন প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ ৪২২ রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল প্রাইম ব্যাংক।
এখন পর্যন্ত লিগে ৩৪টি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন নাঈম। তবে তার লক্ষ্যটা যে আরও বড় সেটি জানিয়েছেন মঙ্গলবার ফেইসবুকে তার অফিশিয়াল পেইজে।
“আমি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ১০০টি চার ও ৫০টি ছক্কা মারতে চাই। নিজেকে নিজে এই চ্যালেঞ্জ দিচ্ছি। আমি কি করতে পারব? আপনারা কি মনে করেন?”
লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা প্রাইম ব্যাংকের সামনে প্রথম পর্বে বাকি আছে আর ৫ ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয়ে থেকে এই পর্ব শেষ করতে পারলে ৬ দলের সুপার লিগে যাবে তারা। সেখানে আরও ৫টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। ফলে নিজের লক্ষ্য পূরনের জন্য সব মিলিয়ে মোট ১০টি ম্যাচ পেতে পারেন নাঈম।
চার হাঁকানোর দিক দিয়ে বর্তমানে বাঁহাতি এই ব্যাটার আছেন দুই নম্বরে। ৩৭ চার নিয়ে এই তালিকার শীর্ষে আছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৪২ রান করা তামিম ইকবাল। তবে ছক্কা হাঁকানোর দিক দিয়ে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের চেয়ে বেশ এগিয়ে থেকে শীর্ষে আছেন নাঈম। এখন পর্যন্ত ৬ ইনিংসে তামিমের ছক্কা ১২টি।
এর আগে চলতি বছরের বিপিএলেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন নাঈম। খুলনা টাইগার্সের হয়ে ৫১১ রান করে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহ। ১৪ ইনিংসে ৩ ফিফটি ও এক সেঞ্চুরির সঙ্গে ৪৬টি চার ও ৩০টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
এক সময়ে টি-টুয়েন্টিতে নিয়মিত মুখ নাঈম জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। আর জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টিতে বাঁহাতি এই ব্যাটারের সবশেষ ম্যাচটি ছিল আফগানিস্তানের বিপক্ষে, ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে।
মন্তব্য করুন: