বোলিংয়ে আর কোনো বাধা নেই সাকিবের

২০ মার্চ ২০২৫

বোলিংয়ে আর কোনো বাধা নেই সাকিবের

অবৈধ অ্যাকশনের দায়ে ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিল সাকিব আল হাসানের বোলিং। দুই দফা পরীক্ষা দিয়েও সে বাধা উতরাতে হতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার। অবশেষে তৃতীয় দফায় পরীক্ষায় সাকিবের পক্ষে ফল আসায় বাঁহাতি এই স্পিনারের বোলিংয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কাউন্টি ক্রিকেট দ্য হান্ড্রেডে বোলিং করতে এখন আর কোনো বাধা নেই সাকিবের।

বুধবার যুক্তরাজ্যের লাফবোরো বিশ্ববিদ্যালয় সাকিবের অ্যাকশনকে বৈধ ঘোষণা করে। গত মার্চ সেখানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। সেখানে তার করা ২২ ডেলিভারিতে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)

গত বছর সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে প্রথমবারে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ডিসেম্বরে লাফবোরো বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা উত্তীর্ণ হতে ব্যর্থ হন তিনি। এরপর ইসিবি পরে আইসিসি তাকে সবধরণের ক্রিকেট থেকে বোলিংয়ে নিষিদ্ধ করে।

নিষেধাজ্ঞা কাটাতে জানুয়ারিতে চেন্নাইয়ে দ্বিতীয় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেই ফলও নেতিবাচক আসায় তাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ।

প্রথম আলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে পা রাখেন সাকিব। সেখানে তিনি সারের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী মৌসুমে তাদের হয়ে কাউন্টি খেলতে পারেন তিনি।

মন্তব্য করুন: