আইপিএলে বলে লালা ব্যবহারের অনুমতি পেলেন বোলাররা
২০ মার্চ ২০২৫

২০২৫ আইপিএল থেকে বোলারদের আবারও বলের ওপর লালা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে আয়োজিত এক আলোচনায় টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর বেশিরভাগ অধিনায়ক এই নিয়ম পরিবর্তনের পক্ষে মত দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় বলের ওপর লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে এটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে। এরপর সংস্থাটির সদস্য ক্রিকেট বোর্ডগুলোও সবধরনের ক্রিকেটে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে তখন অনেক ক্রিকেটার বল চকচকে রাখতে কৃত্রিম বিকল্প ব্যবহারের অনুমতির পক্ষে কথা বলেছিলেন।
প্রতিবেদনে ক্রিকইনফো জানায়, বেশ কয়েকজন অধিনায়ক এই বিষয়ে একমত হন যে, বলের ওপর লালা ব্যবহারের নিষেধাজ্ঞা থাকায় সাদা বলের ক্রিকেটে রিভার্স সুইং পাওয়া কঠিন হয়ে গেছে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পিটিআইকে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ বলেন, “বোলারদের জন্য এটি খুবই ভালো খবর। যখন বল কিছুই করছে না, তখন লালা ব্যবহার করলে রিভার্স সুইং পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। শুধু জামার সঙ্গে ঘষে বল উজ্জ্বল রাখা সম্ভব নয়। কিন্তু লালা ব্যবহারে এক পাশ চকচকে রাখা সম্ভব, যা গুরুত্বপূর্ণ।”
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনাল জয়ের পর বলে লালা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন ভারতের আরেক পেসার মোহাম্মদ শামি। তার এই বক্তব্যে সমর্থন দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডার এবং নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদি।
আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের এবারের আসর।
মন্তব্য করুন: