চ্যাম্পিয়নস ট্রফি জয়ে ভারতকে ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা
২০ মার্চ ২০২৫

ব্যাট-বলের দুর্দান্ত প্রদর্শনে চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত থেকে শিরোপা ঘরে তুলেছে ভারত। দলের এমন সাফল্যে রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বৃহস্পতিবার শিরোপাজয়ী দলকে ৫৮ কোটি রুপি পুরস্কার দেওয়ার কথা জানায় বিসিসিআই। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যরা এবং নির্বাচক কমিটি এই পুরস্কারের আওতায় থাকবে।
গত ৯ মার্চ নিউ জিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তোলে ভারত।
চ্যাম্পিয়ন দলের জন্য এবারের আসরে ২২ লাখ ৪০ ডলার (১৯ কোটি ৩৩ লাখ রুপির বেশি) অর্থ পুরস্কার রেখেছিল আইসিসি। এছাড়াও গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য পুরস্কার ছিল ৩৪ হাজার ডলার করে।
এর আগে গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে ১২৫ কোটি রুপির আর্থিক পুরস্কার দিয়েছিল বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরে রোহিতের নেতৃত্বে ১১ বছর পর আইসিসির কোনো শিরোপা ঘরে তুলেছিল ভারত। সেবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এর ৯ মাসের মাথায় চ্যাম্পিয়নস ট্রফি জিতে আইসিসির দ্বিতীয় শিরোপা জয় করে রোহিতের দল।
বিসিসিআই সভাপতি ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের পেসার রজার বিনি বলেন, “পরপর আইসিসি শিরোপা জয় বিশেষ অর্জন। এই পুরস্কারের মাধ্যমে বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আড়ালে থেকে সবাই যে কঠোর পরিশ্রম করে গেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার।”
মন্তব্য করুন: