আইপিএলে অধিনায়কের ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম বাতিল

২০ মার্চ ২০২৫

আইপিএলে অধিনায়কের ম্যাচ নিষেধাজ্ঞার নিয়ম বাতিল

২০২৫ মৌসুমের আইপিএল শুরুর আগে বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার মন্থর ওভার-রেটের কারণে অধিনায়কদের এক ম্যাচ নিষেধাজ্ঞা থাকার নিয়মটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে নতুন শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, পুরো মৌসুমে তিন ম্যাচে মন্থর ওভার-রেটের কারণে অধিনায়ককে এখন থেকে আর এক ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হবে না। নতুন মৌসুম থেকে এর পরিবর্তে শুধু জরিমানা ও ফিল্ডিংয়ে বিধিনিষেধ আরোপ করা হবে।

তবে ২০২৫ মৌসুম শুরুর আগে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো বহাল থাকবে। ফলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আগামী রোববার নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছাড়াই মাঠে নামতে হবে মুম্বাই ইন্ডিয়ানসকে। গত মৌসুমে মন্থর ওভার-রেটের কারণে পান্ডিয়াকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

মন্থর ওভার-রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার পরিবর্তে আইপিএল গভর্নিং কাউন্সিল নতুন ডিমেরিট পয়েন্ট সিস্টেম চালু করেছে, যা আইসিসির মতো। এতে ম্যাচ রেফারির দেওয়া যেকোনো শাস্তির ফলে ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে। উদাহরণস্বরূপ, ম্যাচ ফি’র ২৫% জরিমানা করা হলে এক ডিমেরিট পয়েন্ট যোগ হবে। এই পয়েন্ট খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং ৩৬ মাস পর্যন্ত বহাল থাকবে। নির্দিষ্ট পরিমাণ ডিমেরিট পয়েন্ট জমা হলে সংশ্লিষ্ট খেলোয়াড় বা কর্মকর্তা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। 

তবে লেভেল ২ বা ৩ অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড়, কর্মকর্তা বা ফ্র্যাঞ্চাইজি বিসিসিআইয়ের কাছে আপিল করতে পারবে। তবে আপিলের জন্য ৯০ লাখ রুপি ফি জমা দিতে হবে, যা কেবলমাত্র আপিল পুরোপুরি সফল হলে ফেরত দেওয়া হবে। 

২০২৫ মৌসুমের আগে দেওয়া শাস্তিগুলো ডিমেরিট পয়েন্টে রূপান্তর করা হবে না।

মন্তব্য করুন: