প্রিমিয়ার লিগে নাঈম ও সোহানের আরেকটি শতক
২১ মার্চ ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন নাঈম শেখ ও নুরুল হাসান সোহান। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা এই দুই ক্রিকেটার চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় শতক হাঁকিয়েছেন। তবে বিধ্বংসী শতকে নাঈম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জেতাতে পারলেও হেরে গেছে সোহানের ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২৩ রানে হারে ধানমন্ডি। তামিম ইকবালের দলের দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সোহানের দল গুটিয়ে যায় ১৯৩ রানে।
দলের হয়ে একাই লড়ে যান অধিনায়ক সোহান। শেষ ব্যাটার হিসেবে তিনি ৯৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০০ রান করে আউট হলে থামে ধানমন্ডির ইনিংস। চলতি মৌসুমে ৭ ইনিংসে ৭৭ দশমিক ২০ গড়ে এখন পর্যন্ত ৩৮৬ রান করে রান-সংগ্রাহকের তালিকার দুই নম্বরে আছেন এই উইকেটকিপার-ব্যাটার। দুটি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি হাঁকিয়েছেন একটি।
অন্যদিকে সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরকে ৯ উইকেটে হারায় প্রাইম ব্যাংক। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৯ রানেই গুটিয়ে যায় শাইনপুকুর। জবাবে নাঈমের সেঞ্চুরিতে ২৯ ওভার ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় প্রাইম ব্যাংক।
৬৪ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৪ রানে অপরাজিত থাকেন নাঈম। ৭ ইনিংসে সাড়ে ৭৬ গড়ে বাঁহাতি এই ওপেনার ৪৫৯ রান নিয়ে আছেন রান-সংগ্রাহকের তালিকার শীর্ষে। এবারের ডিপিএলে ১০০টি চার ও ৫০টি ছক্কা হাঁকানোর লক্ষ্য নেওয়া এই ব্যাটার এখন পর্যন্ত ৪৫টি চার ও ২২টি ছক্কা মেরেছেন।
মন্তব্য করুন: