আইপিএলে প্রত্যাবর্তনেই বাজে বোলিংয়ের রেকর্ড আর্চারের

২৩ মার্চ ২০২৫

আইপিএলে প্রত্যাবর্তনেই বাজে বোলিংয়ের রেকর্ড আর্চারের

এক মৌসুম পর আইপিএলে ফিরেই বিব্রতকর এক রেকর্ডের মালিক হয়েছেন জফরা আর্চার। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বল হাতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন ইংলিশ এই ফাস্ট বোলার।

রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রত্যাবর্তনের ম্যাচে এই বিব্রতকর রেকর্ডটি গড়েন আর্চার। রাজস্থান রয়্যালসের হয়ে ৪ ওভারে কোনো উইকেট না শিকার করে তিনি ৭৬ রান দেন, ডট বল করতে পারেন মাত্র ১টি।

এতদিন এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি ছিল মোহিত শর্মার। গত বছর গুজরাট টাইটানসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ভারতের এই পেসার ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন।

হায়দরাবাদের ঘরের মাঠে ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন আর্চার। তার প্রথম ওভারে ৪ ও ১ ছক্কায় ২৩ রান তোলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড। একাদশ ওভারে বোলিংয়ে ফিরে ১২ রান দেন আর্চার। তার করা তৃতীয় ওভারে আসে ২২ রান, ৩ ছক্কা হাঁকান ইশান কিশান।

ইনিংসের ১৮তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন আর্চার। এই ওভারে চারটি চার হজম করেন, একটি বাই থেকে চার রানসহ ওভারে মোট ২৩ রান দেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইশানের ক্যারিয়ারের প্রথম শতকে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে হায়দরাবাদ। প্যাট কামিন্সের দলের ইনিংস থামে ৬ উইকেটে ২৮৬ রানে।

মন্তব্য করুন: