বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তামিম

২৪ মার্চ ২০২৫

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলতে নেমে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তামিম ইকবালকে। বুকে ব্যথার কারণে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমকে তামিমের অসুস্থতার খবরটি নিশ্চিত করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তরিকুল ইসলাম।

সোমবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে মোহামেডানের অধিনায়ক হিসেবে টস করেন তামিম।

হাসপাতাল সূত্রে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীর বরাত দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানায়, তামিমের বড় ধরনের হার্ট অ্যাটাকের মতো হয়েছে। দু’দফায় তিনি হার্ট অ্যাটাক করেন। বর্তমানে তাকে হাসপাতালের হৃদরোগ বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে আসা হবে।

ইএসপিএন ক্রিকইনফোকে ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, ম্যাচে এক ওভার ফিল্ডিং করেন তামিম। তবে বুকে ব্যথা অনুভত হওয়ার পর নিকটতস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে যান তিনি। চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর আবার মাঠে ফিরে আসেন তামিম। ঢাকায় আরেকটি হাসপাতালে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেন। কিন্তু অবস্থা আরও খারাপ হওয়ায় আবারও সাভারেই তাকে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে।

দুপুরে সাংবাদিকদের বিকেএসপির প্রধান ক্রিকেট কোচ মন্টু দত্ত বলেন, “সে (তামিম) টসের সময় ভালো ছিল। যখন সে অসুস্থ বোধ করে তখন নিজের গাড়িতে করে মাঠ ছেড়ে হাসপাতালের যায়। ডাক্তাররা তখন তাকে ছাড়তে (হাসপাতাল থেকে) রাজি ছিল না। কিন্তু তামিম নিজে থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য হাসপাতাল ছেড়ে যায়।”

তামিমের অসুস্থতার খবরে এদিনের নির্ধারিত বোর্ডের ১৯তম সাধারণ সভা বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মন্তব্য করুন: