পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ল্যাথাম
২৭ মার্চ ২০২৫

আইপিএলে খেলতে যাওয়ার কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ মূল দলের বেশ কিছু ক্রিকেটারকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাচ্ছে না নিউ জিল্যান্ড। এবার সিরিজ শুরুর আগে দলটির জন্য ধাক্কা হয়ে এসেছে টম ল্যাথামের চোট। ফলে বাঁহাতি এই উইকেটকিপার-ব্যাটারকে ছাড়াই সিরিজ খেলতে নামতে হচ্ছে কিউইদের।
অনুশীলনের সময় ডানহাতের আঙুলে চোট পান ল্যাথাম। এক্স-রে করার পর আঙুলে চিড় ধরা পড়ায় বৃহস্পতিবার ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের বাদ পড়ার বিষয়টি জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট।
স্যান্টনারের অনুপস্থিতিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ল্যাথামের। তিনি ছিটকে যাওয়ায় এই সিরিজেও দলের অধিনায়ক করা হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে। তার নেতৃত্বে দ্বিতীয় সারির দল নিয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারিয়েছ কিউইরা।
আইপিএলে ব্যস্ততার কারণে সেই সিরিজেও ছিলেন না স্যান্টনার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপ, রাচিন রবীন্দ্রর মতো তারকারা। টি-টুয়েন্টি সিরিজের মতো এই সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কেইন উইলিয়ামসন।
চোট ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আগামী শনিবার শুরু হতে যাওয়া এই সিরিজে খেলবেন না দুই পেসার ম্যাট হেনরি ও কাইল জেমিসন। আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিতে এই সিরিজে বিবেচনা করা হয়নি জিমি নিশাম, টিম সাইফার্ট ও ফিন অ্যালেনকে। ফলে প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড।
মন্তব্য করুন: