হাসপাতাল থেকে বাড়িতে তামিম
২৮ মার্চ ২০২৫

হার্ট অ্যাটাক করে হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরেছেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের আপাতত খুব একটা ঝুঁকি নেই। তবে বাড়িতে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।
শুক্রবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তামিম ইকবাল। বাড়িতে থাকলেও চিকিৎসকের সঙ্গে তাকে সবসময় যোগাযোগ রাখতে বলা হয়েছে।
গত সোমবার সাভারে বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাক হয় তামিমের। এরপর নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতালে অ্যানজিওপ্লাস্টি করে তার হার্টে স্টেন্ট বা রিং বসানো হয়। সেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মঙ্গলবার রাতে তামিমকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।
কেপিজে হাসপাতালে এক সংবাদ সম্মেলনে হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী জানিয়েছিলেন, স্বাভাবিক কার্যক্রমে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। একই ধরনের কথা জানান, এভারকেয়ার হাসপাতালে বাঁহাতি এই ওপেনারের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার। এ সময় সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি তামিমকে ধূমপান ছাড়তেই হবে জানান তিনি।
মন্তব্য করুন: