নেপালের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

২৯ মার্চ ২০২৫

নেপালের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

নেপাল ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক হেড কোচ স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য আইসিসির সহযোগী দেশটির প্রধান কোচের ভূমিকা পালন করবেন তিনি।

শুক্রবার লয়ের সঙ্গে চুক্তির বিষয়টি জানায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। এই দায়িত্ব নেওয়ার আগে সবশেষ যুক্তরাষ্ট্র দলের হেড কোচ ছিলেন ল। আগামী জুনে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে নতুন দায়িত্বে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন তিনি। সিরিজের অন্য দল নেদারল্যান্ডস।

অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটারের অধীনে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে ব্যক্তিগত কারণে খুব বেশি দিন দায়িত্ব পালন করেননি তিনি।

এরপর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান দলে কাজ করার পর আবারও বাংলাদেশ ক্রিকেটে ফেরেন ল। তবে এবার যুব দলের দায়িত্বে। ২০১৬ যুব বিশ্বকাপে তিনি ছিলেন দলের পরামর্শক। সেই আসরে তৃতীয় হয় বাংলাদেশ, যা তখনও পর্যন্ত যুব বিশ্বকাপে দলের তাদের সেরা সাফল্য ছিল। এরপর ২০২২ সালে যুব দলের হেড কোচের দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে গত বছর যুব বিশ্বকাপে খেলে বাংলাদেশ।

এরপর আবারও জাতীয় দলে কোচিং স্টাফে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে ব্যাটিং কোচের পদের জন্য আবেদন করেছিলেন ল। তাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি।

তার অধীনে বাংলাদেশকে টি-টুয়েন্টি সিরিজে হারায় যুক্তরাষ্ট্র। এরপর ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে পা রাখে সুপার এইটে। তবে এত সাফল্যের পরও সেখানে সাত মাসের বেশি থাকা হয়নি তার। গত বছর অক্টোবরে সেই দায়িত্ব ছাড়েন তিনি।

খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ৫৪ ওয়ানডে ও ১টি টেস্ট খেলেন ল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯ সেঞ্চুরি ও ৫০ দশমিক ৫২ গড়ে ২৭ হাজারের বেশি রান করেন তিনি। আর লিস্ট ‘এ ক্রিকেটে ২০ সেঞ্চুরিতে তার রান প্রায় ১২ হাজার।

মন্তব্য করুন: