বাংলাদেশ ম্যাচের ১৭ বছর পর ডারউইনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
৩০ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ সফরে ডারউইনে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে এই ভেন্যুতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০২৫-২৬ মৌসুম দিয়ে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ ফেরার কথাবার্তা চলছিল। এবার চূড়ান্ত হয়েছে সেই দিনক্ষণ।
২০২৫-২৬ মৌসুমে ঘরের মাঠে ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সাদা ও লাল বল মিলিয়ে মোট ১৯টি ম্যাচ খেলবে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা। ইংলিশদের বিপক্ষে অ্যাশেজের সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। রোববার দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। ১০ ও ১২ আগস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ডারউইন ছাড়া ক্যাইর্নস ও ম্যাকিতে সিরিজের বাকি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
২০০৮ সালে বাংলাদেশের সবশেষ অস্ট্রেলিয়া সফরে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ডারউইনে খেলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ভারতের বিপক্ষে অক্টোবর নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে অজিরা। ওয়ানডে সিরিজ দিয়ে ২১ দিন ব্যাপী সাদা বলের এই সিরিজটি শুরু হবে ১৯ অক্টোবর, পার্থে। ব্রিসেবেনে ৮ নভেম্বর পঞ্চম টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে এই সিরিজ।
২১ নভেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের লড়াই। ব্রিসবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৪ ডিসেম্বর। ১৭ তারিখ অ্যাডিলেইডে মাঠে গড়াবে তৃতীয় টেস্ট। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। ৪ জানুয়ারি সিডনিতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
মন্তব্য করুন: