পাওয়েলকে সরানো উইন্ডিজ ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে সিদ্ধান্ত: ব্রাভো

১ এপ্রিল ২০২৫

পাওয়েলকে সরানো উইন্ডিজ ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে সিদ্ধান্ত: ব্রাভো

রভম্যান পাওয়েলের নেতৃত্বে টি-টুয়েন্টিতে ভালো সময় পার করছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আচমকাই এই অলরাউন্ডারকে দায়িত্বে থেকে সরিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আর বোর্ডের এই সিদ্ধান্তকে দলটির ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে হিসেবে আখ্যা দিয়েছেন দুবারের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে চলছে অধিনায়কের পালাবদল। টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েইট। অন্যদিকে পাওয়েলকে টি-টুয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ানডে অধিনায়ক শাই হোপকে। সোমবার এক বিবৃতিতে এই পরিবর্তনগুলোর কথা জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)

বিবৃতিতে জানানো হয়, প্রধান কোচ ড্যারেন স্যামির পরামর্শে হোপকে টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি পাওয়েলপেশাদারিত্বের সঙ্গেই মেনে নিয়েছেন।

তবে ব্রাভো এই সিদ্ধান্তকে পাওয়েলের প্রতি অবিচার হিসেবে দেখছেন। বোর্ডের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পাওয়েলকে ধন্যবাদ এবং টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে তার পরিসংখ্যানের একটি ছবি পোস্ট করে বোর্ডকে একহাত নেন ব্রাভো।  

সিডব্লিউআই, আবারও তোমরা ক্যারিবীয় জনগণ এবং ক্রিকেট বিশ্বের কাছে প্রমাণ করে দিলে যে খেলোয়াড়দের প্রতি অবিচার চলছেই! একজন সাবেক খেলোয়াড় এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একজন ভক্ত হিসেবে আমি মনে করি, এটা আমাদের ইতিহাসেই অন্যতম বাজে সিদ্ধান্ত। আমাদের টি-টুয়েন্টি দল র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে ছিল, সেখান থেকে তিন নম্বরে তুলে আনার প্রতিদান এভাবে দেওয়া হলো পাওয়েলকে। খেলোয়াড়দের প্রতি খারাপ আচরণ কখন বন্ধ হবে! এটা খুবই দুঃখজনক। দয়া করে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিন।

২০২৩ সালের মে মাসে টি-টুয়েন্টি দলের অধিনায়কত্ব পান পাওয়েল। তার নেতৃত্বে ৩৭ ম্যাচে ১৯টি জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সময় ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতে তারা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add