ব্যাটিংধসে নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারল পাকিস্তান

২ এপ্রিল ২০২৫

ব্যাটিংধসে নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারল পাকিস্তান

নিয়ন্ত্রিত বোলিংয়ে এবার নিউ জিল্যান্ডকে তিনশর আগে থামিয়ে রেখেছিল পাকিস্তান। কিন্তু পেসারদের তোপে ৩২ রানের ভেতর শুরুর পাঁচ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

বুধবার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯২ রানের সংগ্রহ পায় নিউ জিল্যান্ড। জবাবে বেন সিয়ার্সের ৫ উইকেটে শিকারে ৫২ বল আগে পাকিস্তান গুটিয়ে যায় ২০৮ রানে।

২৯৩ রানের লক্ষ্যে পাকিস্তান ব্যাটিংয়ে নামার পর শুরুতেই আঘাত হানেন উইল ওরোর্ক ও জ্যাকব ডাফি। এই দুই পেসারের তাণ্ডবে ৯ রান তুলতেই আবদুল্লাহ শফিক (১), বাবর আজম (১) ও ইমাম-উল-হকের (৩) উইকেট হারায় সফরকারীরা।

সালমান আলী আগাকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কিন্তু একাদশ ওভারে সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন সিয়ার্স। ম্যাচে নিজের প্রথম বলে ডানহাতি এই পেসার ফেরান সালমানকে (৯)। ওভারের চতুর্থ বলে তিনি সাজঘরের পথ দেখান ২৭ বলে ৫ রান করা রিজওয়ানকে।

পেসারদের তোপে প্রথম পাঁচ ব্যাটার মিলে দলের খাতায় যোগ করতে পারেন মাত্র ১৯ রান।

এরপর ফাহিম আশরাফের ৭৩ রানের ও ১০ নম্বরে নামা নাসিম শাহর ঝড়ো ৫১ রানের ইনিংস পাকিস্তানের পরাজয়ের ব্যবধানটাই শুধু কমায়। ৪২তম ওভারের দ্বিতীয় বলে নাসিমকে আউট করে নিজের পঞ্চম উইকেট নিয়ে সফরকারীদের ইনিংস শেষ করেন সিয়ার্স।

এর আগে ৫৪ রানের উদ্বোধনী জুটিতে নিউ জিল্যান্ডকে ভালো শুরু এনে দেন নতুন জুটি রেইস (১৮) মারিউ ও নিক কেলি (৩১)। পরের ব্যাটাররাও ভালো শুরুর ইঙ্গিত দিলেও তা ধরে রাখতে পারেননি। হেনরি নিকোলস ২২, ড্যারিল মিচেল ১৮ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ১৭ রান করে ফিরলে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

সেখান থেকে মুহাম্মদ আব্বাস ও ম্যাচসেরা মিচেল হে ৭৭ রানের জুটি গড়ে দলের চাপ সামাল দেন। ৪১ রান করে আব্বাস ফিরলেও আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন হে। তবে একটুর জন্য সেঞ্চুরি পূরণ করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। শেষ ওভারে দলের খাতায় ২২ রান যোগ করে অপরাজিত থাকেন ৭৮ বলে ৯৯ রান করে।

আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ রান শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচ হেরেছিল পাকিস্তান। অন্যদিকে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হতশ্রী ব্যাটিংয়ে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল তারা।

মন্তব্য করুন: