স্লো ওভার-রেটের কারণে পাকিস্তানকে আবারও শাস্তি
৩ এপ্রিল ২০২৫

মাঠের পারফরম্যান্সে অবস্থা যাচ্ছে তাই। ব্যাটারদের ব্যর্থতায় টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাত ছাড়া করেছে পাকিস্তান। এবার তাদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে আইসিসির শাস্তি। মন্থর ওভার-রেটের কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জরিমানা করা হয়েছে সফরকারীদের।
বুধবার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ৮৪ রানে হারের ম্যাচে বোলিং ইনিংসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। ফলে নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এর আগে প্রথম ওয়ানডেতে ২ ওভার পিছিয়ে থাকায় মোহাম্মদ রিজওয়ানের দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছিল। সেই ম্যাচটি ৭৩ রানে হেরেছিল তারা।
সব মিলিয়ে নিজেদের ফল হওয়া সবশেষ চার ওয়ানডের তিনটিতেই মন্থর ওভার-রেটের জন্য জরিমানা গুণতে হলো পাকিস্তানকে। তিনবারই প্রতিপক্ষ ছিল নিউ জিল্যান্ড। এর আগে গত ফেব্রুয়ারিতে কিউইদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও মন্থর ওভার রেটের জন্য পাকিস্তানকে জরিমানা করা হয়েছিল।
আইপিএলের কারণে দলের বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে ছাড়া ওয়ানডে সিরিজ খেলতে নামা নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান।
মন্তব্য করুন: