শেষ ম্যাচেও চ্যাপম্যানকে পাচ্ছে না নিউ জিল্যান্ড

৪ এপ্রিল ২০২৫

শেষ ম্যাচেও চ্যাপম্যানকে পাচ্ছে না নিউ জিল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বংসী শতক হাঁকিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন মার্ক চ্যাপম্যান। কিন্তু সেই ম্যাচে তিনি চোট পাওয়ায় পরের ওয়ানডেতে তাকে ছাড়াই খেলতে হয়েছিল নিউ জিল্যান্ডকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাঁহাতি এই ব্যাটারকে সিরিজের শেষ ম্যাচেও পাচ্ছে না কিউইরা।

গত শনিবার নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১১ বলে ক্যারিয়ার সেরা ১৩২ রানের ইনিংস খেলেন চ্যাপম্যান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে দলকে চাপমুক্ত করার পাশাপাশি ড্যারিল মিচেলের সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত করে দেন তিনি। এরপর পেসারদের নৈপুণ্যে স্বাগতিকরা ম্যাচ জেতে ৭৩ রানে।

ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছাড়েন চ্যাপম্যান। এরপর দ্বিতীয় ওয়ানডেতে মাঠের বাইরে থাকেন তিনি।

শুক্রবার অনুশীলনে পরীক্ষার পর জানা যায়, ঘরের মাঠে শেষ ওয়ানডের জন্য এখনও পুরোপুরি সেরে ওঠেননি প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় চ্যাপম্যান। ফলে তাকে ছাড়াই পাকিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে মাঠে নামবে নিউ জিল্যান্ড।

চ্যাপম্যানের চোটে দ্বিতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেওয়া টিম সাইফার্ট এই ম্যাচের জন্যও দলে থাকবেন। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেও সেই ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। এই ফরম্যাটে সবশেষ খেলেছেন ২০১৯ সালে। পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ২৪৯ রান করে সিরিজ সেরা হয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটার।

আইপিএলের কারণে সাদা বলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে গ্লেন ফিলিপসের মতো খেলোয়াড়রা এই সিরিজে না থাকায় কিছুটা শক্তি হারিয়েছিল নিউ জিল্যান্ড। সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন কেইন উইলিয়াসনও। এরপর ওয়ানডে সিরিজ শুরুর আগে চোটের কারণ ছিটকে যান টম ল্যাথাম। তবে মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে খর্বশক্তির দল নিয়েও পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

মন্তব্য করুন: