চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় বুমরাহ
৪ এপ্রিল ২০২৫

চোটের কারণে গত জানুয়ারির শুরু থেকে মাঠের বাইরে আছেন যশপ্রীত বুমরাহ। পিঠের নিচের অংশের সমস্যার কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়নস ট্রফিতে। আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে ডানহাতি এই পেসারকে দলে পায়নি মুম্বাই ইন্ডিয়ানসও। তবে তাকে নিয়ে রয়েছে সুখবর। এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মাঠে ফেরার দ্বারপ্রান্তে আছেন বুমরাহ।
অস্ট্রেলিয়ার মাটিতে সিডনি টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়ের সময় চোটে পড়েন বুমরাহ। সেই সিরিজে ভারতকে প্রায় একাই টানেন তিনি। ৯ ইনিংসে ৩২ উইকেট শিকার করে হয়েছিলেন সিরিজ সেরা খেলোয়াড়ও।
এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজেও খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে ৩১ বছর বয়সী এই পেসারকে দলে পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল ভারত। তবে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই টুর্নামেন্টের শিরোপা জেতে দেশটি।
মার্চের শুরুর দিকে বুমরাহর মাঠে ফেরার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। তাকে ছাড়া আইপিএলের অভিযান শুরু করা এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে কেবল একটিতে জিতেছে মুম্বাই।
শুক্রবার এক প্রতিবেদনে ক্রিকইনফো জানায়, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে গত কয়েক সপ্তাহ ধরে বোলিং নিয়ে কাজ করছেন বুমরাহ। তবে বিসিসিআইয়ের মেডিকেল টিমের কাছ থেকে সবুজ সংকেত পেলেই আইপিএলে খেলার জন্য মুম্বাইয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
ফলে শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিপক্ষেও বুমরাহকে ছাড়াই খেলতে হবে মুম্বাইকে। এছাড়াও আগামী সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
মুম্বাইয়ের হয়ে ২০১৩ সালে আইপিএল ক্যারিয়ার শুরু করা বুমরাহ এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজিরই হয়ে খেলেছেন। এখন পর্যন্ত ১৩৩ ম্যাচে তার শিকার ১৬৫ উইকেট। ২০২৩ সালে পিঠের চোটের কারণে আইপিএলের পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন তিনি।
মন্তব্য করুন: