আবারও নেতৃত্বে ফিরতে পারেন ধোনি

৪ এপ্রিল ২০২৫

আবারও নেতৃত্বে ফিরতে পারেন ধোনি

২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে শিরোপা জেতানোর পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটে পড়ায় এক মৌসুম পর অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

শনিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচ দিয়ে আবারও দলকে নেতৃত্ব দিতে পারেন ধোনি।

গত রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে কনুইয়ের চোটে পড়েন রুতুরাজ। তবে দিল্লির বিপক্ষে ম্যাচে এই ওপেনারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটার বলেন, “আমরা আশা করছি আজকের অনুশীলনে সে (রুতুরাজ) ব্যাটিং করবে। তার কনুইয়ে এখনও ব্যথা আছে। তবে এটা প্রতিদিন উন্নতি হচ্ছে। তাই আমরা খুবই আশাবাদী যে, সে আগামীকাল সুস্থ হয়ে উঠবে।”

শেষ পর্যন্ত রুতুরাজ সুস্থ হয়ে না উঠলে দলকে নেতৃত্ব কে দেবেন সে বিষয়েও কথা বলেন হাসি। আর এক্ষেত্রে ধোনিকে অধিনায়ক করার ইঙ্গিত দিয়ে রাখেন তিনি।

“আমরা অধিনায়কত্ব নিয়ে খুব একটা ভাবছি না। সত্যি বলতে আমি খুব একটা ভাবছি না। স্টিফেন ফ্লেমিং (দলের হেড কোচ) ও রুতু এই বিষয়টি নিয়ে ভাবছে। আমাদের কিছু নতুন ছেলে আসছে। সে (ধোনি) উইকেটের পেছনে আছে। সে হয়ত কাজটি করতে পারবে। তবে আমি নিশ্চিত নই।”

কয়েকদিন আগে ফ্লেমিং জানিয়েছিলেন, বয়সের কারণে এখন লম্বা সময় ব্যাটিং করতে পারবেন না ৪৩ বছর বয়সী ধোনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন তিনি। মাঝে ২০২২ সালে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হলেও সেটি কাজে দেয়নি। পরে আবারও ধোনির কাঁধেই নেতৃত্ব তুলে দেওয়া হয়। ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো এই অধিনায়কের নেতৃত্বে ২০২৩ সালে নিজেদের পঞ্চম শিরোপা জেতে চেন্নাই।

এরপর গত মৌসুম শুরুর আগে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি। নতুন অধিনায়ক করা হয় রুতুরাজকে। সেবার পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে আসর শেষ করেছিল চেন্নাই। চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে কেবল একটিতে জিতেছে তারা।

মন্তব্য করুন: