মাদক বহনের অভিযোগে কানাডার অধিনায়ক পুলিশের হাতে আটক

৪ এপ্রিল ২০২৫

মাদক বহনের অভিযোগে কানাডার অধিনায়ক পুলিশের হাতে আটক

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

গত রোববার বার্বাডোজের বিমানবন্দর থেকে কার্টনকে আটক করে স্থানীয় পুলিশ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আরেকটি দেশ জ্যামাইকার দৈনিক জ্যামাইকা গ্লিনার সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, ২০ পাউন্ড ( কেজির বেশি) গাঁজা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কার্টনের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে। বার্বাডোজে জন্ম নেওয়া এই ক্রিকেটার দলটির হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন।

দেশটির হয়ে গত বছর যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। সম্প্রতি তার নেতৃত্বে নামিবিয়া সফর করে কানাডা।

১৮ এপ্রিল কেইম্যান দ্বীপপুঞ্জে শুরু হবে উত্তর আমেরিকা কাপ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে কানাডাও খেলবে। তবে তার আগে অধিনায়ক কার্টনের গ্রেপ্তারের খবর দলটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। পুলিশের তদন্তকাজে যুক্ত থাকার ফলে টুর্নামেন্টে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

বিষয়ে এক বিবৃতিতে ক্রিকেট কানাডার তরফ থেকে বলা হয়, “জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কার্টনের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগ এবং তার আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে। আমরা অত্যন্ত সক্রিয় নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ক্রিকেট কানাডা স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ব্যাপারে আরও বিশদ তথ্য পাওয়া গেলে জানানো হবে।

কানাডার হয়ে এখন পর্যন্ত ২১ ওয়ানডেতে ৫১৪ রান করেছেন কার্টন। ২৮ টি-টুয়েন্টিতে বাঁহাতি এই ব্যাটারের রান ৬২৭।

মন্তব্য করুন: