নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

৭ এপ্রিল ২০২৫

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন নাসির হোসেন। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে আবারও মাঠে নেমেছেন এক সময় জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। ২০২৩ সালের সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে তাকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।

সোমবার এক বিবৃতিতে নাসিরের মাঠের ফেরার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

নিষেধাজ্ঞার সময় আইসিসির দেওয়া সব শর্তই পূরণ করেছেন নাসির হোসেন। এর মধ্যে ছিল বাধ্যতামূলক দুর্নীতিবিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া। কারণেই তিনি ২০২৫ সালের এপ্রিল থেকেই ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।

মাঠে ফিরে প্রথম দিনেই রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৩১ রানের বিনিময়ে উইকেট পেয়েছেন নাসির।

জাতীয় দলের হয়ে সবশেষ ২০১৮ সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন নাসির। ২০১১ সালে জাতীয় দলের অভিষেকের পর ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ৩১টি টি-টুয়েন্টি খেলেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add