মাঠে ফিরতে প্রস্তুত বুমরাহ

৭ এপ্রিল ২০২৫

মাঠে ফিরতে প্রস্তুত বুমরাহ

চোট কাটিয়ে মাঠে চার মাসের বেশি সময় পর ফিরতে প্রস্তুত হয়েছেন যশপ্রীত বুমরাহ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে ডানহাতি এই পেসার মাঠে নামতে পারেন বলে জানিয়েছেন তার দল মুম্বাই ইন্ডিয়ানসের কোচ মাহেলা জয়াবর্ধনে।

সোমবার ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে জানান, এই ম্যাচ খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন বুমরাহ।

তাকে পাওয়া যাবে। আজ সে অনুশীলন করেছে, তাই তাকে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে। গত রাতে সে দলের সঙ্গে যোগ দিয়েছে। এটা (খেলার বিষয়) চূড়ান্ত করার জন্য সে এনসিএ এর সঙ্গে কথা বলেছে। তাকে আমাদের ফিজিওর হাতে তুলে দেওয়া হয়েছে। আজ সে বোলিং করছে। তাই সব ঠিক আছে।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে চোটে পড়েন বুমরাহ। এরপর থেকে পিঠের নিচের অংশের সমস্যা নিয়ে মাঠের বাইরে আছেন তিনি। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলের সঙ্গে পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল ভারত। কিন্তু সময়ের মধ্যে তিনি সেরে ওঠেননি। তবে দলের সেরা বোলারকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল।

বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে পুনবার্সনে থাকা বুমরাহকে নিয়ে সুখবর আসেনি চ্যাম্পিয়নস ট্রফির শেষেও। আইপিএলের শুরুর ম্যাচগুলোতেও দর্শক হয়ে থাকতে হয় তাকে। ৩১ বছর বয়সী এই পেসারকে ছাড়া ৪ ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছে মুম্বাই।

মন্তব্য করুন: