ইংল্যান্ডের সাদা বলের দলের নতুন অধিনায়ক ব্রুক

৭ এপ্রিল ২০২৫

ইংল্যান্ডের সাদা বলের দলের নতুন অধিনায়ক ব্রুক

ইংল্যান্ডের ওয়ানডে টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুককে নিয়োগ দেওয়া হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর দেশটির সাদা বলের দলের নেতৃত্ব ছাড়া জস বাটলারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

সোমবার এক বিবৃতিতে ব্রুককে অধিনায়ক করার কথা জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)

বিবৃতিতে ২৬ বছর বয়সী ব্রুক বলেন, “ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়া সত্যিই অনেক বড় সম্মানের। আমি দারুণ রোমাঞ্চিত এবং আমার পুরোটা উজাড় করে দিতে প্রস্তুত।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন ব্রুক। চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন দলের সহ-অধিনায়ক। এবার পূর্ণকালীন নেতৃত্ব পাওয়ার পর তার প্রথম সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী মে মাসে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে ৪৪টি টি-টুয়েন্টিতে অংশ নিয়েছেন ব্রুক। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

অবশ্য মাঝে গুঞ্জন উঠেছিল এই দায়িত্ব পেতে পারেন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। কিন্তু স্টোকসের ফিটনেসজনিত কারণ এবং অ্যাশেজে মনোযোগ দিতে তাকে বিবেচনা না করার সিদ্ধান্ত নেয় ইসিবি।

ব্রুককে দায়িত্ব দেওয়ার বিষয়ে দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে হ্যারি ব্রুক দায়িত্ব নিতে রাজি হয়েছে। সে অনেক দিন ধরেই আমাদের পরবর্তী নেতৃত্ব পরিকল্পনার অংশ ছিল। যদিও এই সুযোগটা একটু আগেভাগেই এসেছে।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বেশ বাজে সময় পার করেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে তারা আফগানিস্তানের কাছে হেরেছে। এছাড়াও তিন ম্যাচেই সবকটিতে হেরে খালি হাতেই টুর্নামেন্ট থেকে তারা বিদায় নেয়। ব্যর্থতার দায় মাথায় নিয়ে টুর্নামেন্ট শেষে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাটলার। তার নেতৃত্বে ২০২২ সালের জুন থেকে খেলা ৩৪টি ওয়ানডের মধ্যে ২২টিতে হেরেছে ইংল্যান্ড।

নিজের অনুভূতি জানাতে গিয়ে ব্রুক বলেন, “ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের হয়ে খেলব, ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করব, আর হয়তো একদিন দলকে নেতৃত্ব দেব। আজ সেই সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় বিষয়।

ইংল্যান্ডের টেস্ট দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ব্রুক। জো রুটের পর ইতোমধ্যে নিজেকে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ৪০ ইনিংসে তার গড় ৫৮।

দেশের হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে গত মার্চে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে না খেলার সিদ্ধান্ত নেন ব্রুক।

মন্তব্য করুন: