পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

৮ এপ্রিল ২০২৫

পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দলে ফিরেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। অন্যদিকে ব্যক্তিগত কারণে সবশেষ সিরিজে টেস্ট না খেলা দলের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনও আছে দলে। সব মিলিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

সোমবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে। উইলিয়ামস, আরভাইন ছাড়াও ফেরার তালিকায় আছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা।

গত ফেব্রুয়ারিতে সন্তান জন্মের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগমুহূর্তে সরে দাঁড়িয়েছিলেন আরভিন। অন্যদিকে পিঠের চোটের কারণে সেই ম্যাচটি খেলতে পারেননি উইলিয়ামস।

আয়ারল্যান্ডের বিপক্ষে আরভিনের বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া ওয়েসলি মাধভেরে দলে জায়গা ধরে রেখেছেন।

সবশেষ টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে ইতিহাসগড়া ব্লেসিং মুজারাবানি আছেন পেস আক্রমণের নেতৃত্বে। তার সঙ্গে আছেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। দলে একমাত্র নতুন মুখ লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

২০২০ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানে হেরেছিল তারা।

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৮ তারিখ।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জিম্বাবুয়ে দল:

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add