তাসকিনকে ছাড়া তানজিমকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

৮ এপ্রিল ২০২৫

তাসকিনকে ছাড়া তানজিমকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না তাসকিন আহমেদ। প্রথমবারের মতো সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব।

মঙ্গলবার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ায় দলে নেই লিটন দাস।

লিটন না থাকায় দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন জাকের আলী অনিক মাহিদুল ইসলাম অঙ্কন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে খেলতে না পারা অভিজ্ঞ মুশফিকুর রহিম এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন।

মোট চার পেসার বিশেষজ্ঞ পেসার নিয়ে ঘোষণা করা দলে তাসকিনের অনুপস্থিতিতে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ। দলের বাকি দুই পেসার নাহিদ রানা হাসান মাহমুদ।

স্পিনের দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম নাঈম হাসান।

তাসকিনের চোটের ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, বাঁ পায়ের অ্যাকিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছে। ফলে এই সিরিজে তাকে পাওয়া যাবে না।

অন্যদিকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া তানজিম সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত মুখ। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক পা রাখেন ২২ বছর বয়সী এই পেসার। এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৮ টিটুয়েন্টিতে তার শিকার ২৪ উইকেট।

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add