থাইল্যান্ডকে গুঁড়িয়ে রেকর্ড জয়ে বাংলাদেশের শুভ সূচনা

১০ এপ্রিল ২০২৫

থাইল্যান্ডকে গুঁড়িয়ে রেকর্ড জয়ে বাংলাদেশের শুভ সূচনা

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দ্রুততম শতকের ওপর ভর করে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল বাংলাদেশের মেয়েরা। বড় লক্ষ্য তাড়ায় দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের ঘূর্ণিতে দিশেহারা হয়ে একশর আগেই গুটিয়ে গেছে থাইল্যান্ড। এতে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডও গড়ে মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিশেন মাঠে জ্যোতির ১০১ রানের ওপর ভর করে ৩ উইকেটে ২৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর ৯৩ রানে থাইল্যান্ড গুটিয়ে দিয়ে পায় ১৭৮ রানের রেকর্ড জয়। ফাহিমা ও জান্নাতুল ৫টি করে উইকেট ভাগাভাগি করে নেন।

টস হেরে ব্যাটিংয়ে নামার পর ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন আক্তারের ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। ৫৩ রান করে ফারজানা ফেরার পর ক্রিজে এসে ঝড় তোলেন জ্যোতি। শারমিনকে নিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন ডানহাতি এই ব্যাটার। ১৩৮ বলে এই জুটি থেকে আসে ১৫২ রান।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন জ্যোতি। ১৫ চার ও ১ ছক্কায় ৭৮ বলে ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন অঙ্কের দেখা পান বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৮০ বলে। ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন।

দেশের মেয়েদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে জ্যোতির শতক তৃতীয়। আগের দুটি করেছেন ফারজানা হক। তার দ্রুততম সেঞ্চুরি ছিল ভারতের বিপক্ষে। ২০২৩ সালে মিরপুরে ১৫৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন এই অভিজ্ঞ ওপেনার।

এতদিন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৫২ রানের, গত বছর নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছিল জ্যোতির দল, যা এতদিন পর্যন্ত ছিল সবচেয়ে বড় ব্যবধানে জয়।

থাইল্যান্ডের উদ্বোধনী জুটি থেকে আসে ৩৮ রান। নবম ওভারের প্রথম বলে এই জুটি ভেঙে ধস নামান ফাহিমা। এরপর উইকেট শিকারে যোগ দেন জান্নাতুল। তাদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৮ ওভার ৫ বলে গুটিয়ে যায় থাইল্যান্ড।

একই সঙ্গে অনন্য এক কীর্তি গড়েছেন ফাহিমা ও জান্নাতুল। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম।

আগামী রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add