বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে এই ঘটনা: ক্ষোভ ইমরুলের

১০ এপ্রিল ২০২৫

বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে এই ঘটনা: ক্ষোভ ইমরুলের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুটি আউটের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়ে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন ইমরুল কায়েস। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের অভিযোগ, নিজেদের স্বার্থে একটি গোষ্ঠী দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় অষ্টম ও দশম উইকেটে অদ্ভূতভাবে স্টাম্পিং আউট হন শাইনপুকুরের দুই ব্যাটার।

শাইনপুকুর ইনিংসের ৩৬তম ওভারে ক্রিজ ছেড়ে অনেকটা বাইরে এসে খেলার চেষ্টা করেন রহিম আহমেদ। বল বেশ বাইরে থাকলেও সেটির কাছে যাওয়া বা খেলার চেষ্টা করেননি তিনি। বল মিস করার পর আর ক্রিজে ফেরার চেষ্টাও করেননি এই ব্যাটার।

এরপর ৪৪তম ওভারের প্রথম বলে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেন মিনহাজুল আবেদীন সাব্বির। জয়ের জন্য শাইনপুকুরের তখন প্রয়োজন ছিল ৬ রান, হাতে ছিল এক উইকেট। এমন সময় ক্রিজ ছেড়ে এগিয়ে এসে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে করা ডেলিভারির কাছে যাওয়া বা শট খেলার কোনো চেষ্টা না করেই হাঁটু গেড়ে বসে বল ছেড়ে দেন তিনি।

গুলশানের উইকেটকিপার বল গ্লাভসে নিয়ে প্রথম দফায় স্টাম্পে লাগাতে পারেননি। কিন্তু তখনও ক্রিজে ব্যাট ঢোকানোর কোনো চেষ্টা করেননি সাব্বির। পরে দ্বিতীয় দফায় স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার।

এই দুই আউটের ঘটনায় রাতে এক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করে ইমরুল লেখেন, “মিডিয়া, ক্রিকেটার, সাংবাদিক, ধারাভাষ্যকারসবাই আজ একটা ঘটনায় স্তম্ভিত, ক্ষুব্ধ। কারণটা খুব পরিষ্কারঢাকা প্রিমিয়ার লিগে আজ যে কাজটা হয়েছে, সেটা শুধু লজ্জাজনক না, এটা বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে।

জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন, “এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা, তাহলে ভবিষ্যতে জাতীয় দলে কারা খেলবে? কাদের হাতে আমরা তুলে দিচ্ছি দেশের পতাকা? যারা মাঠে নামার আগেই ম্যাচের ফয়সালা করে নেয়, তাদের দিয়ে কী দেশের প্রতিনিধিত্ব হয়? লজ্জা! যাদের ব্যবহার করে এসব নোংরা খেলা খেলানো হচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ ওরা আজ নিজেরাই নিজেদের বিক্রি করে দিয়েছে।

আমরা যারা বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে বাস্তব করতে দিনরাত খেটে যাচ্ছিআর কিছু বিকৃত মানসিকতার মানুষ নিজেদের স্বার্থে গোটা দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে।

ম্যাচটি বাতিলের দাবি জানিয়ে ইমরুল লেখেন, “এদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা এই কাজে জড়িত, তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত আজকের ম্যাচ বাতিল করে পুনরায় রিশিডিউল করা উচিত।

একটি আউটের ভিডিও পোস্ট করে জাতীয় দলের সাবেক ওপেনার ও বিসিবির ক্রিকেট অপরেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস ফেইসবুকে লেখেন, “ছি!” অন্যদিকে আউটের ভিডিও শেয়ার দিয়ে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটার শামসুর রহমান নিজের ফেইসবুকে লেখেন, “সিরিয়াসলি শেইম!”

এ ঘটনায় বিসিবির তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add