আবারও চেন্নাইয়ের অধিনায়ক ধোনি
১০ এপ্রিল ২০২৫

আইপিএলের চলতি মৌসুমের বাকি অংশের জন্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। চোটের কারণে দলের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ধোনির নেতৃত্বে ফেরার বিষয়টি জানান চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে গত ৩০ মার্চের ম্যাচে কনুইয়ে আঘাত পেয়েছিলেন রুতুরাজ। তবে এরপরও ব্যাটিংয়ে চালিয়ে গিয়ে ৬৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। পরে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচেও খেলেছিলেন তিনি।
৫ ম্যাচে ১২২ রান করে এখন পর্যন্ত দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন রুতুরাজ। গত মৌসুমে ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
রুতুরাজের বাদ পড়া নিয়ে ফ্লেমিং বলেন, “গুয়াহাটিতে আঘাত লাগার পর থেকে সে প্রচণ্ড ব্যথা নিয়ে খেলেছে। প্রথমে আমরা এক্স-রে করিয়েছিলাম, যেটা পুরো অবস্থা বোঝাতে পারেনি। এরপর আমরা এমআরআই করাই, এখানে তার কনুইয়ে চিঁড় ধরা পড়েছে।”
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন। ২০২২ সালে প্রথমবারের মতো দলটির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু রবীন্দ্র জাদেজার নেতৃত্বে দল হতাশাজনক পারফর্ম করায় সে মৌসুমেই আবারও অধিনায়ক করা হয় তাকে।
ধোনির নেতৃত্বে এখন পর্যন্ত মোট পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই। সবশেষ ২০২৩ সালে পঞ্চম শিরোপা জয়ের পর গত মৌসুমের আগে অধিনায়কত্ব ছেড়ে রুতুরাজের হাতে দেন তিনি।
চলতি মৌসুমে আইপিএলে চেন্নাইয়ের শুরুটা একদমই ভালো হয়নি। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছে তারা। দশ দলের টুর্নামেন্টে তারা আছে তালিকার নবম স্থানে।
শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে ধোনির দল।
মন্তব্য করুন: