আবাহনীকে হারিয়ে লিগপর্ব শেষ করল মোহামেডান
১২ এপ্রিল ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দেশের ঘরোয়া ক্রিকেটের দুই ঐতিহ্যবাহী দলের লড়াইয়ে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবাদত হোসেনের পেস তোপে আবাহনী লিমিটেডকে ৩৯ রানে হারিয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে সাজানো দলটি।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনিসুল ইসলাম ইমনের সেঞ্চুরির কল্যাণে অলআউট হওয়ার আগে ২৬৪ রান তুলতে পারে মোহামেডান। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কেউ সঙ্গ না দিতে পারায় আবাহনীর ইনিংস থামে ২২৫ রানে।
পয়েন্ট তালিকার দুই নম্বরে থেকে সুপার লিগে পা রেখেছে মোহামেডান। ১১ ম্যাচে ৯ জয়ে তাদের পয়েন্ট ১৮। সমান পয়েন্ট হলেও নেট রানরেটে অনেকটা এগিয়ে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে আবাহনী।
টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডান রনি তালুকদারের বিদায়ে প্রথম উইকেট হারায় দলীয় ৩৩ রানে। এরপর দ্বিতীয় উইকেটে আনিসুল ও মাহিদুল ইসলাম অঙ্কনের ১২৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। ৪৮ রান করা মাহিদুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাকিবুল হাসান।
দ্রুত সাজঘরে ফেরেন তামিম ইকবালের বদলে দলের অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহিদ হৃদয় (৩)। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ২০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ রান করে সাজঘরের পথ দেখেন। ১১৮ বলে ১৮ চার ও ২ ছক্কায় ১১৪ রান করা আনিসুলকে ফিরিয়ে আবাহনীকে স্বস্তি এনে দেন নাহিদ রানা।
এই ওপেনারের বিদায়ে রানের গতিও হারায় মোহামেডান। পরের ৩৩ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় ৪৮ ওভার ২ বলে। ১৮ রান করে ফেরেন মেহেদী হাসান মিরাজ। নাহিদের শিকার ৪৯ রানে ৩ উইকেট।
জবাবে শান্ত ছাড়া আবাহনীর হয়ে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি কেউই। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ১৬ ও জিসান আলম ৩ রান করে ফেরেন। তিন নম্বরে নামা অধিনায়ক শান্তকে মোহাম্মদ মিঠুন (১৯) ও অভিজ্ঞ মুমিনুল হক (২৫) সঙ্গ দিলেও নিজেদের ইনিংস বড় করতে ব্যর্থ হন।
১১৩ বলে ৭ চারে ৮০ রান করা শান্তর বিদায়ের পর পরাজয়ের দিকে এগুতে থাকে আবাহনী। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হয় ৪৭ ওভার ২ বলে। ৩৬ রানে ৪ উইকেট নেন ইবাদত।
মন্তব্য করুন: