অভিষেক ঝড়ে রেকর্ডময় ম্যাচ
১৩ এপ্রিল ২০২৫

সবশেষ পাঁচ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে অভিষেক শর্মার রেকর্ড গড়া বিধ্বংসী শতকে দুর্দান্ত জয় পেয়েছে তারা।
শনিবার হায়দরাবাদে দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের দেওয়া ২৪৬ রানের লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা।
আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল পাঞ্জাব।
হায়দরাবাদের জয়ের নায়ক অভিষেক ফেরেন ১৪১ রান করে। টুর্নামেন্টের দেড় যুগের ইতিহাসে ভারতীয়দের মধ্যে এটি সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। পেছনে ফেলেন ২০২০ সালে ১৩২ রানে অপরাজিত থাকা লোকেশ রাহুলের ইনিংসকে। সব মিলিয়ে অভিষেকের এই ইনিংসটি আইপিএলে তৃতীয় সর্বোচ্চ। এ তালিকায় শীর্ষ দুই স্থানে আছে ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ ও ব্রেন্ডন ম্যাককালামের অপরাজিত ১৫৮ রানের ইনিংস।
হায়দরাবাদের বাঁহাতি এই ওপেনার তার ৫৫ বলের ইনিংসটি সাজান ১৪ চার ও ১০ ছক্কায়। আইপিএলে আট আসরে অংশ নিয়ে ৬৯ ম্যাচে এটি তার প্রথম শতক।
ব্যাট হাতে অভিষেকের ঝড় তোলার আগে বোলিংয়ে বেধম মার খেয়েছেন তার সতীর্থ শামি। ৪ ওভারে ডানহাতি এই পেসার রান দেন ৭৫, যা ভারতীয় বোলারদের মধ্যে আইপিএলের এক ম্যাচে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ডটি ছিল মোহিত শর্মার। গত বছর গুজরাট টাইটানসের হয়ে এই পেসার ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন।
সব মিলিয়ে শামির স্পেলটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাজে বোলিংয়ের রেকর্ড। ৪ ওভারে ৭৬ রান দিয়ে এই তালিকার শীর্ষে আছেন জফরা আর্চার। চলতি আসরে হায়দরাবাদের বিপক্ষে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন রাজস্থান রয়্যালসের এই ইংলিশ পেসার।
শামির বাজে বোলিংয়ের এই রেকর্ড গড়তে বড় অবদান রাখেন মার্কাস স্টয়নিস। পাঞ্জাবের এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শামির করা ইনিংসের শেষ ওভারে টানা চারটি ছক্কা হাঁকান। ৪ ওভারের মোট ৭টি ছক্কা ও ৬টি চার হজম করেন শামি।
মন্তব্য করুন: