টি-টুয়েন্টিতে কোহলির শততম ফিফটি
১৩ এপ্রিল ২০২৫

প্রথম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ১০০টি ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। কিংবদন্তি এই ব্যাটারের মাইলফলক স্পর্শের দিনে আইপিএলে দুর্দান্ত জয় পেয়েছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রোববার জয়পুরে রাজস্থান রয়্যালসের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ৯ উইকেট হাতে রেখে পৌঁছায় বেঙ্গালুরু। ৪৫ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে দলের জয়ে বড় অবদান রাখেন কোহলি। চলতি আসরে ৩৬ বছর বয়সী এই ব্যাটারের এটি তৃতীয় ফিফটি।
ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে লং-অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে শততম ফিফটি পূর্ণ করেন কোহলি। এই ফিফটি হাঁকাতে তিনি খেলেন ৩৯ বল। শেষ পর্যন্ত তার ৪৫ বলের ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়।
এই কীর্তি গড়তে স্বীকৃত টি-টুয়েন্টিতে ৪০৫ ম্যাচ খেলেন কোহলি। সবার আগে এই ফরম্যাটে শততম ফিফটির কীর্তি গড়েন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই ওপেনারের ফিফটি সংখ্যা এখন ১০৮টি।
সবচেয়ে বেশি ফিফটি হাঁকানো ব্যাটারদের তালিকায় তিন নম্বরে থাকা বাবর আজমের ফিফটি ৯০টি। ৮৮টি ফিফটি নিয়ে পরের অবস্থানে আছেন ক্রিস গেইল। পাঁচে থাকা জস বাটলারের ফিফটি ৮৬টি।
এদিন আইপিএলে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ডও স্পর্শ করেন কোহলি। এখানেও তার পাশে আছেন ওয়ার্নার। দুজনই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ৬৬টি করে।
২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ২৫০ ইনিংসে তার ফিফটি ৫৮টি, সেঞ্চুরি ৮টি।
অন্যদিকে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৮৪ ইনিংসে ওয়ার্নার ফিফটি করেন ৬২টি, সেঞ্চুরি ৪টি।
মন্তব্য করুন: