পিএসএল অভিষেকে ৩ উইকেট নিয়ে দলকে জেতালেন রিশাদ
১৪ এপ্রিল ২০২৫

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলতে নেমে বাজিমাত করেছেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচে বাংলাদেশি এই লেগ স্পিনার শিকার করেছেন ৩ উইকেটে। জিতিয়েছেন তার দল লাহোর কালান্দার্সকেও।
রোববার রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে ৩১ রানে ৩ উইকেট নেন রিশাদ। ডট বল দেন ১০টি। ম্যাচের আগে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে লাহোরের ক্যাপ মাথায় তোলেন তিনি।
হার দিয়ে আসর শুরু করা লাহোর এদিন জয় পায় ৭৯ রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে ৬ উইকেটে ২১৯ রানের সংগ্রহ পায় তারা। জবাবে ১৬ ওভার ২ বলে ১৪০ রানে গুটিয়ে যায় কোয়েটা।
কোয়েটা ইনিংসের সপ্তম ওভারে বল হাতে পান রিশাদ। সে ওভারে কোনো বাউন্ডারি হজম না করে দেন ৭ রান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ ডেলিভারিতে রাইলি রুশোর কাছে ছক্কা হজম করেন তিনি। তবে পরের বলেই দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে গুগলিতে বোল্ড করেন ২২ বছর বয়সী এই বোলার। ওভারে দেন মোট ৯ রান।
স্পেলের তৃতীয় ওভারে আরেকটি ছক্কা হজম করেন রিশাদ। তবে সেই ওভারেও দেন ৯ রান।
টানা বোলিংয়ের পর ১৩তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন রিশাদ। এই ওভারে তিনি ধরেন জোড়া শিকার। প্রথম বলেই বোল্ড করেন মোহাম্মদ আমিরকে। এরপর তৃতীয় বলে হজম করেন একটি ছক্কা। চতুর্থ বলে সুইপ করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন আবরার আহমেদ। শেষ দুই বলে দেননি কোনো রান।
রিশাদ ছাড়া দলের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা।
পিএসএলের আগে গত বছর কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেয়েছিলেন রিশাদ। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা বিপিএলের কারণে খেলতে পারেননি ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নেওয়া এই বোলার।
মন্তব্য করুন: