প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত

১৫ এপ্রিল ২০২৫

প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত

বাংলাদেশের মাটিতে এতদিন কেবল টেস্ট ওয়ানডে ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত। আগামী আগস্টে বাংলাদেশ সফরে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজও খেলবে এই ফরম্যাটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার সিরিজের সূচি চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরে তিনটি করে ওয়ানডে টি-টুয়েন্টি খেলবে দুদল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রামে। ২০১৪ সালের পর এবারই প্রথম কেবল সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ টি-টুয়েন্টি এশিয়া কাপের আগে সবশেষ প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সফর সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট দেশে আসবে ভারত। এরপর মিরপুর শের--বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ম্যাচ ২০ আগস্ট।

এরপর চট্টগ্রামে যাবে দুদল। সেখানে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৩ আগস্ট সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৬ তারিখ সেখানেই শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। ঢাকায় সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ৩১ আগস্ট।

ওয়ানডে সিরিজের সূচি:

১ম ওয়ানডে১৭ আগস্ট

২য় ওয়ানডে২০ আগস্ট

৩য় ওয়ানডে২৩ আগস্ট

টি-টুয়েন্টি সিরিজের সূচি:

১ম টি-টুয়েন্টি২৬ আগস্ট

২য় টি-টুয়েন্টি২৯ আগস্ট

৩য় টি-টুয়েন্টি৩১ আগস্ট

মন্তব্য করুন: