আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২০২৫

ভারতের হয়ে শ্রেয়াস আইয়ার মার্চ মাসে ম্যাচ খেলেছেন মোটে তিনটি। আর এই তিন ম্যাচেই ব্যাট হাতে পারফর্ম করে দলকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতাতে বড় অবদান রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন তিনি আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে।
মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে মার্চ মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইয়ার পেছনে ফেলেন নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে।
এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার এই সম্মাননা পেলেন আইয়ার।
গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলেন আইয়ার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে করেন ৪৫ রান। শিরোপা লড়াইয়ে কিউইদের বিপক্ষে খেলেন ৪৮ রানের আরেকটি ইনিংস। সব মিলিয়ে তিন ইনিংসে তার রান ১৭২। টুর্নামেন্টে দলের সফলতম ব্যাটার আইয়ার আসর শেষ করেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।
মাস সেরা হয়ে ৩০ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার বলেন, “মার্চের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি অবিশ্বাস্যরকমের স্পেশাল, বিশেষ করে এমন এক মাসে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচিয়ে ধরেছি, যে মুহূর্তটি আমি আজীবন লালন করব।”
“ভারতের হয়ে বড় মঞ্চে অবদান রাখতে পারা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। সতীর্থ, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের অবিচল সমর্থন ও ভরসার জন্য। সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের প্রাণশক্তি ও প্রেরণা আমাদেরকে প্রতিটি পদক্ষেপে এগিয়ে নেয়।”
অন্যদিকে মেয়েদের ক্রিকেটে মার্চ মাসের সেরা হয়েছে জর্জিয়া ভল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের চতুর্থ মাসেই মাসসেরার খেতাব জিতলেন অস্ট্রেলিয়ার এই আগ্রাসী ওপেনার।
মন্তব্য করুন: