জ্যোতির ঝড়ো ইনিংসে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

১৫ এপ্রিল ২০২৫

জ্যোতির ঝড়ো ইনিংসে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক রেকর্ড গড়ে চলেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল তারা। এবার তারা সেটিও ভেঙে দিয়েছে। অধিনায়কের ঝড়ো ফিফটিতে নতুন উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশ।

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ২৭৬ রানের সংগ্রহ পায় জ্যোতির দল। মেয়েদের ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

ফিফটি হাঁকিয়ে রেকর্ড গড়া সংগ্রহের শুরুটা করে দেন দুই অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক ও শারমিন আক্তার। এরপর ৫৯ বলে ১১ চারে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহে নিয়ে যান অধিনায়ক জ্যোতি। টুর্নামেন্টে ডানহাতি এই ব্যাটারের এটি তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩ উইকেটে ২৭১ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৮০ বলে ১০১ রান করেছিলেন জ্যোতি।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে আবারও দ্রুত ফেরেন ওপেনার ইশমা তানজিম (১৪)। দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ফারজানা শারমিন। প্রথম ম্যাচে এই দুই ব্যাটার মিলে যোগ করেছিলেন ১০৪ রান।

সব মিলিয়ে এটি তাদের চতুর্থ শতরানের জুটি। বাংলাদেশের আর কোনো জুটির দুটির বেশি শতরান নেই। এছাড়া বাংলাদেশের প্রথম জুটি হিসেবে ওয়ানডেতে হাজার রান করার কীর্তি গড়েন ফারজানা শারমিন।

ক্যারিয়ারের ১৫তম ফিফটিতে ৮৪ বলে ৬ চারে ৮৪ বলে ফারজানা ৫৭ রান করে আউট হলে এই জুটি ভাঙে। শারমিনের ব্যাট থেকেও আসে ৫৯ বলে ৭ চারে ৫৭ রান।

এরপর দ্রুতই সাজঘরের পথ দেখেন সোবহানা মোস্তারি ও রিতু মনি। ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন জ্যোতি। এর মাঝে ৩৯ বলে ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন তিনি। ফাহিমা ফেরেন ২২ বলে ২৬ রান করে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add