টেস্ট খেলতে বাংলাদেশ জিম্বাবুয়ে দল

১৫ এপ্রিল ২০২৫

টেস্ট খেলতে বাংলাদেশ জিম্বাবুয়ে দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। মঙ্গলবার বিকেলে ক্রেইগ আরভিনের দলকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

রাতে ঢাকায় থাকার পর বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবে জিম্বাবুয়ে।

এবারের সিরিজ দিয়ে পাঁচ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলবে আফ্রিকার দেশটি। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে সাদা পোশাকের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। সেবার একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।

গত বছর বাংলাদেশে টি-টুয়েন্টি সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। এবারের টেস্ট সিরিজটিও গত বছরই হওয়ার কথা ছিল। কিন্তু টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টেস্ট বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল দুদল।

আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামে।

গত বছর ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে সময়টা একদমই ভালো যায়নি বাংলাদেশের। মার্চে শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার কাছেও দুই ম্যাচে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। দুই সিরিজেই বাজে ব্যাটিংয়ের সঙ্গে দলের সঙ্গী ছিল বাজে বোলিংও।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত রোববার থেকে সিলেটে অনুশীলন শুরু করেছে স্বাগতিকরা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add