সহকারী কোচকে বরখাস্ত করল ভারত

১৭ এপ্রিল ২০২৫

সহকারী কোচকে বরখাস্ত করল ভারত

গত বছর ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে এবং অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের কাছে টেস্টে ধরাশায়ী হয়েছিল ভারত। সাদা পোশাকের ক্রিকেটে এমন ভরাডুবির পর কারণ অনুসন্ধান শুরু করেছিল দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারই প্রেক্ষিতে প্রথম বড় পরিবর্তন হিসেবে দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে বরখাস্ত করা হয়েছে।

গত অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় ভারত। এর আগে দেশটির মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি কিউইরা। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারে ভারত। দুই সিরিজেই ব্যর্থ ছিল দলের ব্যাটিং।

এই দুই সিরিজে হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে যায় রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়া সফর শেষে এক পর্যালোচনা সভার আয়োজন করে বিসিসিআই। মুম্বাইয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক প্রধান অজিত আগারকার এবং বিসিসিআই সচিব।

গত জুলাইকে নায়ারকে সহকারী কোচ হিসেবে গম্ভীর নিজেই বেছে নিয়েছিলেন। এর আগে তারা আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে এক সঙ্গে কাজ করেছিলেন। ২০২৪ সালে ফ্র্যাঞ্চাইজিটিকে ১০ বছর পর তৃতীয় শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখেন তারা।

আইপিএল ছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে কখনোই নায়ার কোচিং করাননি। তবে রোহিত শর্মা, দিনেশ কার্তিক, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে বেশ কিছু উদীয়মান ক্রিকেটারের সঙ্গে একান্তভাবে কাজ করেছেন তিনি।

সম্প্রতি ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল ওয়ানডে ও টি-টুয়েন্টিতে তার সাফল্যের পেছনে নায়ারের ভূমিকার কৃতিত্ব দেন।

জাতীয় দলে নায়ারের ভবিষ্যৎ নিয়ে গত জানুয়ারির শেষ দিক থেকে সংশয় তৈরি হয়। সে সময় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচ হিসেবে সিতাংশু কোটককে নিয়োগ দেয় বিসিসিআই। তবে এরপরও চ্যাম্পিয়নস ট্রফিতে গম্ভীরের সহকারী স্টাফ হিসেবে দলের সঙ্গে ছিলেন নায়ার।

মন্তব্য করুন: