উইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৫

ফাইল ছবি
প্রথম তিন ম্যাচের দাপুটে পারফরম্যান্সে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই মিলত আসরের টিকিটও। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে চূড়ান্ত পর্ব নিশ্চিতের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।
বৃহস্পতিবার লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শারমিন আক্তারের ফিফটিতে ৯ উইকেটে ২২৭ রান তোলে বাংলাদেশ। বাছাইপর্বে দলের এটিই সর্বনিন্ম সংগ্রহ। জবাবে ৪ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।
আগামী শনিবার নিজেদের শেষ ম্যাচে বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত থাকা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে জ্যোতি-নাহিদারা। সেই ম্যাচে জিতলেই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হবে তাদের। তবে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।
প্রথম তিন ম্যাচে ওপেনিংয়ের ব্যর্থতা পেছনে ফেলতে এদিন নতুন জুটি নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু সোবহানা মোস্তারি দ্রুত ফিরলে সেই জুটি শেষ হয় ১৬ রানে। দুর্দান্ত ছন্দে থাকা ফারজানা হক ও শারমিন সুলতানা দলের হাল ধরে দ্বিতীয় উইকেটে আবারও শতরানের জুটি গড়েন।
চলতি আসরে এই দুই অভিজ্ঞ ব্যাটারের এটি তৃতীয় শতরানের জুটি। আর ওয়ানডেতে ফারজানা ও শারমিনের এটি পঞ্চম একশ ছোঁয়া জুটি, যা বাংলাদেশের যে কোনো দুই ব্যাটারের মধ্যে সর্বোচ্চ।
৪২ রান করে ফারজানা ফিরলে ১১৮ রানের এই জুটি ভাঙতেই যেন ধাক্কা খায় বাংলাদেশ। আসরে তৃতীয় ফিফটিতে শারমিন ফেরেন ৬৭ রান করে। দারুণ ছন্দে থাকা অধিনায়ক জ্যোতি করেন ৫ রান। এই তিন ব্যাটারকে তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ম্যাচে ফেরান স্পিনার আলিয়া অ্যালিন।
শেষ দিকে নাহিদা আক্তারের ২৫ ও রাবেয়া খানের অপরাজিত ২৩ রানে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।
রান তাড়ার ষষ্ঠ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট তুলে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন জান্নাতুল ফেরদৌস। তবে অন্য ব্যাটারদের ছোট ছোট ইনিংসে জয়ের পথেই থাকে ক্যারিবিয়ানরা। দলীয় ১৪৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে অভিজ্ঞ স্ট্যাফানি টেইলরকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের আশা জাগান মারুফা আক্তার। কিন্তু ষষ্ঠ উইকেটে ৫০ রানের জুটির পর সপ্তম উইকেটে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে তা আর হয়নি।
ছয় দলের বাছাইপর্বে শীর্ষ দুটি দল মূলপর্বের টিকিট পাবে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশ আছে তালিকার শীর্ষে। ৩ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: