বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে বিটিভিতে

১৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে বিটিভিতে

প্রায় ছয় মাস পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাঁচ বছর পর সাদা পোশাকের সিরিজ খেলতে আসা জিম্বাবুয়ে। কিন্তু দুই ম্যাচের এই টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব কেনেনি কোনো বেসরকারি টিভি চ্যানেল। ফলে রাষ্ট্রয়ত্ব টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে সিরিজটি।

এর আগে গত ১৯ মার্চ বিসিবি এই সিরিজ সম্প্রচারের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করে, যা জমা দেওয়ার শেষ দিন ছিল এপ্রিল। তবে সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠান প্রস্তাব দেয়নি। ফলে শেষ পর্যন্ত বিটিভির মাধ্যমে সিরিজ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত অক্টোবরে টেস্ট সিরিজ দিয়ে আগের সম্প্রচার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

আগামী রোববার সিলেটে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুদল। ২৯ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় শেষ টেস্ট।

মন্তব্য করুন: