বিশ্বকাপের মূলপর্বে উঠতে বাংলাদেশের সামনে যে বাধা

১৮ এপ্রিল ২০২৫

বিশ্বকাপের মূলপর্বে উঠতে বাংলাদেশের সামনে যে বাধা

মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে মূলপর্ব নিশ্চিতের পথে ছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেই পথে কিছুটা ধাক্কা খেয়েছে তারা। ফলে মূলপর্বের শেষ জায়গাটির জন্য নিগার সুলতানা জ্যোতির দলকে লড়তে হবে আরও দুটি দলের সঙ্গে। তবে পয়েন্ট নেট রান-রেট বিবেচনায় ভালো অবস্থানে আছে বাংলার মেয়েরাই।

ছয় দলের বাছাইপর্ব শেষে শীর্ষ দুটি দল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা পাবে। বৃহস্পতিবার থাইল্যান্ডকে হারিয়ে টানা চতুর্থ জয়ে প্রথম দল হিসেবে মূলপর্ব নিশ্চিত করে পাকিস্তান।

একই দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে উইকেটে হেরে পাকিস্তানের সঙ্গী হতে পারেনি বাংলাদেশ। ফলে জ্যোতির দলের সঙ্গে মূলপর্বে ওঠার লড়াইয়ে এখন টিকে আছে স্কটল্যান্ড ক্যারিবিয়ানরা। এই লড়াইয়ে কেবল বাংলাদেশের পয়েন্ট ৬। বাকি দুটি দলের পয়েন্ট করে। সবারই হাতে আছে একটি করে ম্যাচ।

বাংলাদেশকে টপকে মূলপর্ব নিশ্চিত করতে এই দুই দলের শুধু জিতলেই হবে না, জিততে হবে বেশ বড় ব্যবধানে। একই সঙ্গে বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচে হারতে হবে বড় ব্যবধানে।

ম্যাচে জয়ে তালিকার দুইয়ে থাকা বাংলাদেশের নেট রান-রেট দশমিক ০৩৩। শনিবার নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জয় পেলে কিংবা ম্যাচের কোনো ফল না এলে মূলপর্বে চলে যাবে তারা। তবে ম্যাচটি খুব বড় ব্যবধানে না হারলে মূলপর্ব নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না তাদের।

বাংলাদেশের পরের অবস্থানে থাকা স্কটল্যান্ডের নেট রান-রেট .১৩৬। মূলপর্ব নিশ্চিত করতে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে তাদেরকে জিততেই হবে এবং সেটি হতে হবে বেশ বড় ব্যবধানে, যেন তারা বাংলাদেশের রান-রেটকে টপকাতে পারে। তবে এই ম্যাচে টপকাতে না পারলেও তাদের অপেক্ষায় থাকতে হবে শেষ ম্যাচে বাংলাদেশের হারের। কিন্তু আয়ারল্যান্ডের কাছে হেরে গেলে স্কটল্যান্ডের মূলপর্বের আশা এখানেই শেষ হয়ে যাবে।

বাংলাদেশের বিপক্ষে জয়ে মূলপর্বের আশা কোনো মতে টিকিয়ে রাখা ওয়েস্ট ইন্ডিজের নেট রান-রেট -.২৮৩। গতবারের বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলটিকে থাইল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচে জিততে হবে অনেক বড় ব্যবধানে। একই সঙ্গে তাদের আশায় থাকতে হবে স্কটল্যান্ড বাংলাদেশ যেন নিজেদের ম্যাচে বড় ব্যবধানে হেরে যায়।

মন্তব্য করুন: