নাহিদের চেয়ে বোলিং মেশিন জোরে বল করে: উইলিয়ামস
১৮ এপ্রিল ২০২৫

গতির ঝড় তুলে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায় আছেন নাহিদ রানা। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার আগুন ঝরানো বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। এবার ডানহাতি এই ফাস্ট বোলারকে প্রথম মোকাবেলা করতে হতে পারে জিম্বাবুয়েকে। তবে বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না দলটির অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। একই সঙ্গে বাংলাদেশ দলের পেস ইউনিট নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।
আগামী রোববার পাঁচ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দলটি যখন সবশেষ টেস্ট খেলে গিয়েছিল, লাল বলের ক্রিকেটে তখনকার আর এখনকার বাংলাদেশের পেস বোলিং ইউনিটের পার্থক্য চোখে পড়ার মতো। স্পিনারদের ওপর নির্ভরতা কমিয়ে পেসারদের নৈপুণ্যে নিউ জিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে হারিয়েছে টাইগাররা।
শুক্রবার সিলেটে সিরিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলারদের নিয়ে উইলিয়ামস বলেন, “আমার মনে হয় তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের বেড়ে ওঠা দেখছি আমি। বেশ কিছু পেসারের মধ্যে থেকে তাদের দল বাছাই করে তারা, যেটা দুর্দান্ত। এমন বেড়ে ওঠা দেখাটা দারুণ ব্যাপার, অনেক উপভোগ করেছি।”
“আশা করি আমরাও এমন কিছু করতে পারব। আমাদেরও কিছু তরুণ পেসার রয়েছে যারা উঠে আসছে, স্কিলও আছে ভালো তাদের। আপনারা ভালোই করছেন।”
বাংলাদেশের পেস আক্রমণের কথা উঠলে স্বাভাবিকভাবেই উঠে আসে নাহিদেরও কথা। এখন পর্যন্ত খেলা ৬ টেস্টে ২২ বছর বয়সী এই ফাস্ট বোলারের শিকার ২০ উইকেট। এর মধ্যে দেশের মাটিতে খেলা ২ টেস্টে তার শিকার ৬ উইকেট।
নাহিদের গতির প্রসঙ্গে জিম্বাবুয়ের ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেন, “অনেকেই জোরে বল করতে পারে, শুধু একজনই নয়। (নাহিদকে খেলতে) আমরা প্রস্তুত আছি। আমাদের বোলিং মেশিন আছে যা মানুষের চেয়েও বেশি জোরে বল করতে পারে। ফলে এটা দারুণ ব্যাপার।”
মন্তব্য করুন: