পাকিস্তানের কাছে হেরে ঝুলে রইল বাংলাদেশের ভাগ্য
১৯ এপ্রিল ২০২৫

পুরো বাছাইপর্ব জুড়ে দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে যেন মুখ থুবড়ে পড়ল তারা। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপবে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে নিগার সুলতানা জ্যোতির দল হেরে গেছে ৭ উইকেটে। ফলে তাদের বিশ্বকাপ ভাগ্য এখন ঝুলে আছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে।
শনিবার লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৬২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
পাঁচ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বাংলাদেশ, নেট রান-রেট ০.৬৩৯। মূলপর্বের টিকিট নিশ্চিতের জন্য তাদের এখন তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ডের মধ্যকার বাছাইপর্বের শেষ ম্যাচের দিকে। সেই ম্যাচে ক্যারিবিয়ান অনেক বড় ব্যবধানে জিতলে নেট রান-রেটে বাংলাদেশকে টপকে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করবে। চার ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ক্যারিবিয়ানদের রান-রেট -০.২৮৩।
ব্যাটিংয়ে নেমে এদিনের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে থাকা ওপেনার ফারজানা হক ফেরেন নিজের রানের খাতা খোলার আগেই। দলীয় ১৯ রানে আরেক ওপেনার দিলারা আক্তার ফেরেন ১৩ রান করে। পরের ওভারেই ১ রান করা অধিনায়ক জ্যোতিকে সাজঘরের পথ দেখান প্রতিপক্ষ অধিনায়ক ফাতিমা সানা।
রিতু মনিকে নিয়ে ২১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে থাকা দলকে টেনে তুলতে চেষ্টা করেন শারমিন আক্তার। কিন্তু আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা অভিজ্ঞ এই ব্যাটার ব্যক্তিগত ২৪ রানে ফিরলে আবারও চাপে পড়ে দল।
সেখান থেকে নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনকে নিয়ে জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেওয়ার চেষ্টায় থাকেন রিতু। কিন্তু দলীয় ১৩৬ রানে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন ৪৮ রানে থাকা এই ব্যাটার। শেষ পর্যন্ত ফাহিমার অপরাজিত ৪৪ রানের সুবাদে পুরো ৫০ ওভার ব্যাটিং করে বাংলাদেশ।
রান তাড়ায় নামা পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়ে দলকে ভালো শুরু এনে দেন মারুফা আক্তার। কিন্তু সেটি আর ধরে রাখতে পারেননি বোলাররা। দ্বিতীয় উইকেটে ম্যাচসেরা মুনিবা আলী ও সিদরা আমিনের ৮০ রানের জুটিতে ম্যাচ নিজেদের দিকে টেনে নেয় পাকিস্তান। এরপর তৃতীয় উইকেটে ৭৪ রানের আরেকটি জুটি হলে জয়ের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। ৬৯ রান করা মুনিবাকে ফেরান নাহিদা।
দলের হয়ে একটি করে উইকেট নেন মারুফা, নাহিদা ও রাবেয়া।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: