আপাতত জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত অধিনায়ক থাকছেন শান্ত

১৯ এপ্রিল ২০২৫

আপাতত জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত অধিনায়ক থাকছেন শান্ত

গত অক্টোবরে তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শেষ পর্যন্ত কেবল টি-টুয়েন্টির দায়িত্ব ছাড়েন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট ও ওয়ানডের জন্য তার উপরই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তার নেতৃত্বেই খেলবে দল। তবে এরপর আর কতদিন এই দায়িত্বে থাকবেন, তা খোলাসা করেছেন শান্ত নিজেই।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের জন্য আনুষ্ঠানিকভাবে শান্তকে এক বছরের জন্য অধিনায়কের দায়িত্ব দেয় বিসিবি। কিন্তু অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময় শান্তর এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাওয়ার বিষয়টি সামনে আসে।

পরে জানুয়ারিতে ২৬ বছর বয়সী এই ক্রিকেটের টি-টুয়েন্টির নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে সময় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত শান্তকে বাকি দুই ফরম্যাটের অধিনায়ক রাখার বিষয়টি জানান তিনি।

সেই মেয়াদ শেষ হয়ে গেলেও রোববার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়ক হিসেবে আছেন শান্ত। ম্যাচ শুরুর আগের দিন সিলেটে সংবাদ সম্মেলনে শান্তর কাছে জানতে চাওয়া হয় আর কত দিন তিনি অধিনায়ক হিসেবে থাকবেন? জবাবে তিনি বলেন, “আপাতত এই সিরিজটা পর্যন্ত আছি।

শান্তর অধীনে এখন পর্যন্ত ১০টি টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়ে তিনটিতে।

মন্তব্য করুন: