ওয়েস্ট ইন্ডিজের দুর্ভাগ্যে ভর করে বিশ্বকাপে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের দুর্ভাগ্যে ভর করে বিশ্বকাপে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের মেয়েরা ভাগ্য সপে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। দেখার বিষয় ছিল সমীকরণ মিলিয়ে পরের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে দেয় কিনা ক্যারিবিয়রা। শেষ পর্যন্ত খুব কাছে গিয়েও তা মেলাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। তাদের দুর্ভাগ্যে ভর করে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।
অনেক সমীকরণ আর রোমাঞ্চের শেষ অংশে ২ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ রান। কিন্তু সেটা হতে হবে প্রথম বলে ৪ আর দ্বিতীয় বলে ৬ মেরে। কিন্তু ব্যাটার প্রথম বলেই মেরে দিলেন ছক্কা। এতেই ম্যাচের সমাপ্তি। জিতে তো গেল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেই সমীকরণ মিলিয়ে বাংলাদেশকে পেছনে ফেলা হলো না। মাত্র ০.০১৩ নেট রান রেটে এগিয়ে বাছাই পর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে গেল বাংলাদেশ।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাছাইপর্বে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ১০ ওভার ১ বলের মধ্যে ১৬৭ রানের লক্ষ্যে পৌঁছানো। তবে থাইল্যান্ডের ১৬৬ রানের সমান স্কোর তুলে ফেলে ১১ ওভার পর্যন্ত যে কোনো একটি বলে ৪ বা ৬ রান তুলতে পারলে (সমীকরণ অনুযায়ী যেটা দরকার) সেই সুযোগ ছিল ১১ ওভার পর্যন্ত। যেমন ১০ ওভার ১ বলে স্কোর সমান করে ১ রান নিলে কিন্তু হবে না। কারণ তখনই ম্যাচ শেষ হয়ে যাবে। স্কোর বাড়িয়ে আর বাংলাদেশের নেট রান-রেটকে পেছনে ফেলা যাবে না। এই সমীকরণে যদি ১০ ওভার ৫ বলেও স্কোর সমান ১৬৬ করে ওভারের শেষ বলে যদি ছক্কা মেরে ১৭২ করতে পারতো ওয়েস্ট ইন্ডিজ, তাহলেও কিন্তু তারাই যেতো বিশ্বকাপে। ম্যাচে এক পর্যায়ে কিন্তু এমনটাই হতে চলেছিল!
একটা সময় মনে হচ্ছিল হ্যালি ম্যাথিউসের একের পর এক চার ছক্কায় ১০ ওভার ১ বলের মধ্যেই সমীকরণ মিলিয়ে ফেলবে ক্যারিবিয়ানরা। কিন্তু সপ্তম ওভারের শেষ বলে অধিনায়ক (২৯ বলে ৭০ রান) আউট হলে একটি ধাক্কা খায় তারা। তবে ব্যাট চালিয়ে যান শিনেল হেনলি। ১০ ওভার ১ বলের মধ্যে তিনি সমীকরণ মেলাতে না পারলেও আশা বাঁচিয়ে রেখেছিলেন। এমনকি পরের বলে তিনি আউট হলেও আশা ভালোমতোই টিকে ছিল।
১০ ওভার ৪ বলে ছিল ১৬২ রান। পঞ্চম বলে ৪ মেরে স্কোর সমান করে শেষ বলে ৬ মারলেই রান হবে ১৭২। আর তাতেই বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারবে তারা। ওই উত্তেজনাপূর্ণ সময়ে অত হিসাব হয়তো মাথায় ছিল না উইন্ডিজ মেয়েদের। ৪ না মেরে স্টেফানি টেইলর মেরে দিলেন ছক্কা। স্কোর হয়ে গেল ১৬৮। ম্যাচ হয়ে গেল শেষ। ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন ব্যাটাররা।
বাংলাদেশের মেয়েদের তখন নিশ্চই বাঁধভাঙা উচ্ছ্বাস।
পাঁচ ম্যাচে ৬ পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজের রান-রেট ০.৬২৬। সমান পয়েন্টে বাংলাদেশের রান-রেট ০.৬৩৯।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: