টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০ এপ্রিল ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে প্রায় ছয় মাস পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শুরু হতে যাওয়া ম্যাচের একাদশে অধিনায়ক শান্ত ছাড়াও ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে এই দুই ক্রিকেটার খেলতে পারেননি।
চোটের কারণে সিরিজের দলে না থাকা তাসকিন আহমেদের বদলে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। পেস আক্রমণে তাকে সঙ্গ দেবেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন সামলাবেন তাইজুল ইসলাম
প্রথম টেস্টের দলে লিটন দাস না থাকায় এই ম্যাচে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন জাকের আলী।
১ম টেস্টে বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
মন্তব্য করুন: