দুইশর আগেই শেষ বাংলাদেশের ইনিংস

২০ এপ্রিল ২০২৫

দুইশর আগেই শেষ বাংলাদেশের ইনিংস

শুরুর ধাক্কা সামলে দলকে টেনে তুলেছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু বৃষ্টি বাধা শেষে মধ্যাহ্ন ভোজের বিরতির পরই ঘটল ছন্দপতন। ব্যাটাররা একে একে উইকেট বিলিয়ে দিয়ে আসায় দুইশ রান হওয়ায় কঠিন হয়ে পড়েছিল। তবে তখনও জাকের আলী ক্রিজে থাকায় কিছুটা আশা টিকে ছিল। কিন্তু চা বিরতির পর জিম্বাবুয়ে বোলিং তোপে তার আগেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

লাল বলের ক্রিকেটে টানা ব্যর্থতার মধ্যে ঘুরপাক খেতে থাকা ওপেনাররা ভালো শুরুর ইঙ্গিত দিলেও তা ধরে রাখতে পারেননি। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের উদ্বোধনী জুটি থেকে আসে ৩১, যা গত ১১ ইনিংসের মধ্যে সর্বোচ্চ।

তবে জুটি ভাঙার পেছনে যতটা না অবদান আছে বোলারের, তার চেয়ে বেশি দায় আছে সাদমানের। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১২ রান করা এই ব্যাটার। খানিকবাদে জয়ও (১৪) অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ দেন কিপারের হাতে। এই দুই ব্যাটারকেই ফেরান পেসার ভিক্টোর নুয়াচি।

৩২ রানের ভেতর দুই ওপেনারকে হারানোর পর শান্তকে নিয়ে দলের হাল ধরেন মুমিনুল। বোলারদের কোনো সুযোগ না দিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই এই দুই ব্যাটার গড়েন অর্ধশত রানের জুটি। বিরতির সময় বৃষ্টি আসায় দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। তবে খেলা শুরু হওয়ার পর স্বাচ্ছন্দেই খেলে যাচ্ছিলেন তারা। কিন্তু ব্লেসিং মুজারাবানির শর্ট বল খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন শান্ত। ৪০ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। থামে তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটিটি। এরপরই ধস নামে ব্যাটিং-অর্ডারে।

অভিজ্ঞ মুশফিকুর রহিমও (৪) নিজের উইকেট বিলিয়ে আসেন। ওয়েলিংটন মাসাকাদজার শর্ট লেন্থের বল খেলতে গিয়ে সোজা ক্যাচ তুলে দেন শর্ট মিড-উইকেটে। দারুণ খেলতে থাকা মুমিনুল ফেরেন ফিফটি ছোঁয়ার পরেই। সুইপ করতে গিয়ে ৫৬ রান করা এই ব্যাটার ক্যাচ দেন মিড-উইকেটে। পরের ওভারে মুজারাবানির বাউন্সারে পরাস্ত হয়ে সাজঘরের পথ দেখেন মেহেদী হাসান মিরাজও (১)। আর চা বিরতির আগ মুহূর্তে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তাইজুল ইসলাম।

৭ উইকেটে ১৫৪ রান নিয়ে তৃতীয় সেশন শুরু করা জাকের ও হাসান মাহমুদ আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন। তবে ১৯ রান করা হাসানকে বোল্ড করে এই পথে বাধা হয়ে দাঁড়ান ব্লেসিং মুজারাবানি। অষ্টম উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ৪১ রান। পরের ওভারে জাকের (২৮) ও নাহিদ রানাকে তুলে নিয়ে ইনিংস গুটিয়ে দেন ওয়েসলি মাধেভেরে। ৪ রানের ভেতর শেষ ৩ উইকেট হারায় বাংলাদেশ।

৩টি করে উইকেট নেন মুজারাবানি ও মাসাকাদজা। মাধেভেরে ও নুয়েচির শিকার দুটি করে উইকেট।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পেসারদের তেমন কোনো সুযোগ দেননি দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। নাহিদ রানা-হাসান মাহমুদদের ওপর চড়াও হয়ে ব্যাট চালান বেনেট। আলোক স্বল্পতার কারণে ১৪ ওভার ১ বলে দিনের খেলা শেষ হওয়ার আগে ডানহাতি এই ব্যাটার ৪০ ও কারেন ১৭ রানে অপরাজিত থাকেন। ১২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন এই দুই ব্যাটার।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।

মন্তব্য করুন: