আবারও ব্যাটিং ব্যর্থতা, জিম্বাবুয়েকে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
২৩ এপ্রিল ২০২৫

জিম্বাবুয়েকে তিনশ রানের কাছাকাছি লক্ষ্য দেওয়ার লক্ষ্য নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্লেসিং মুজারাবানির পেস তোপে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে গেল লোয়ার-অর্ডার। এরপর টেইলএন্ডারদের নিয়ে দলীয় সংগ্রহ কিছুটা বাড়িয়েছেন জাকের আলী অনিক।
বুধবার সিলেটে এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ার পর প্রথম সেশনেই বাংলাদেশ গুটিয়ে যায় ২৫৫ রানে। ফলে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।
জয় দিয়ে সিরিজ শুরু করতে হলে সফরকারীদের গড়তে হবে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। টেস্টে এর আগে কখনও ১৬২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জেতেনি জিম্বাবুয়ে। সেই জয়টি আসে ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে।
আগের দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক আশা প্রকাশ করেন, জিম্বাবুয়েকে তারা তিনশ রানের লক্ষ্য দিতে পারবে। তবে একই সঙ্গে দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকেরকে দিনের শুরুতে দেখে খেলার পরামর্শও দেন। কিন্তু দিনের দ্বিতীয় বলেই ব্যাটের কানায় লেগে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন ৬০ রান করা শান্ত। বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটিটি ভাঙেন মুজারাবানি। এরপর ডানহাতি এই পেসারের শর্ট বলে একে একে পরাস্ত হন মেহেদী হাসান মিরাজ (১১) ও তাইজুল ইসলাম (১)।
দ্রুত তিন উইকেট হারানোর পর অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন জাকের। এর মাঝে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন জাকের।
তবে মধ্যাহ্ন ভোজের বিরতির আগ দিয়ে ওয়েলিংটন মাসাকাদজার বলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন ৫৮ বলে ১২ রান করা হাসান। পরের বলে সাজঘরের পথ দেখেন খালেদ আহমেদও। হাত খুলে খেলার চেষ্টায় থাকা জাকেরকে (৫৮) ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করে দেন মুজারাবানি। ৭২ রানে তিনি শিকার করেন ৬ উইকেট।
মন্তব্য করুন: