ব্যাটারদের ব্যর্থতার মাঝে টানা ৪ ম্যাচে ফিফটি জাকেরের
২৩ এপ্রিল ২০২৫

ব্যাট হাতে ব্যর্থতার ধারা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিয়মিত রান করতে যেন ভুলেই গেছেন ব্যাটাররা। তবে এদের মধ্যে ব্যতিক্রম জাকের আলী অনিক। উপরের সারির ব্যাটারের রানখরার মাঝে টেইলএন্ডারদের নিয়ে রান করে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। অভিষেকের পর খেলা ৪ ম্যাচেই পেয়েছে ফিফটির দেখা।
নিচের দিকে ব্যাটিং করে ইনিংস বড় করার জন্য সুযোগ না পেলেও নিজের অভিষেকের পর থেকে দলের সেরা ব্যাটার জকেরই। পরিসংখ্যান দিয়ে দাবি জানিয়ে রাখছেন আরও উপরে ব্যাটিংয়ের সুযোগের।
বুধবার সিলেটে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে ১৯৪ রানে পঞ্চম উইকেটের পতনের পর লোয়ার-অর্ডার ও টেইলএন্ডারদের নিয়ে দলের সংগ্রহ ২৫৫ রানে নিয়ে যান জাকের। শেষ ব্যাটার হিসেবে তিনি ৫৮ রান করে আউট হওয়ার পর ১৭৪ রানের লক্ষ্য পায় জিম্বাবুয়ে।
তবে এবারই প্রথম নিচের দিকে ব্যাটিংয়ে নেমে জাকের যে দলের হাল ধরেছেন এমনটা নয়। নিজেদের খেলা সবশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাল্টা আক্রমণে ৯১ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি।
ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে জাকেরের পথচলার শুরুটা হয় গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মিরপুর টেস্ট নিজের অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। আউট হওয়ার আগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তিনি। সেই ম্যাচের দুই ইনিংসেই আট নম্বরে ব্যাটিং করেছিলেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
তবে শুরুটা ভালো হলেও প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পাননি তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমে আবারও ফিফটি হাঁকান জাকের। এবার সাত নম্বরে নেমে তিনি করেন ৫৩ রান। ডানহাতি এই ব্যাটার যখন ক্রিজে আসেন তখন ক্যারিবিয়ান পেস তোপে দিশেহারা দলের রান ছিল ৫ উইকেটে ১৪৫। তিনি যখন ফেরেন তখন দলের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৪৬ রান।
পরের ম্যাচে ব্যাটিং-অর্ডারে প্রমোশন পেয়ে ছয় নম্বরে নামেন জাকের। দলের দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান পেসারদের বাউন্সার মোকাবেলা করে ক্যারিয়ার সেরা ৯১ রানের ইনিংসটি খেলতে ১০৬ বলে ৮টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। তার এই ইনিংসের ওপর ভর করে স্বাগতিকদের ২৮৭ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টেও ৬ নম্বরে নেমে টেইলএন্ডারদের নিয়ে দুই ইনিংসেই দলের হাল ধরেন জাকের।
তার অভিষেকের পর থেকে এই নিয়ে পঞ্চম টেস্ট খেলছে বাংলাদেশ। কিন্তু জাকেরের চেয়ে বেশি রান, গড় কিংবা ফিফটি নেই কারও। ৮ ইনিংসে ডানহাতি এই ব্যাটার ৪০ দশমিক ২৫ গড়ে ৩২২ রান করেছেন, টানা চার ম্যাচে চারটি ফিফটি। তিনি ছাড়া বাকি সব ব্যাটারের গড় ত্রিশের নিচে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ রান করা মিরাজ খেলেছেন ১০ ইনিংস, ফিফটি একটি। সমান ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ২৫০ রান মুমিনুল হকের, ফিফটি তিনটি।
মন্তব্য করুন: